December 11, 2024

দেবু আসছে, শ্রদ্ধার্ঘ্যে নত মস্তক

0
Fb Img 1563878701965.jpg
Advertisements

HnExpress নিবেদিত, দেব চক্রবর্তী ঃ

দেবু আসছে

*****************

সময়টা কি ভালো নারে !
ভরা শ্রাবণের ঢেউ জাগে আর
কেমন সব অসাম্য , অপ্রাকৃতিক ।
কিন্তু তোর তো অনেক কাজ ছিলো !
শ্রাবণের মতো তুইও অবুঝ হলি !
তুই কি জানিস
মাঠের পর মাঠ আজ শুখা !
গাঙ্গেয় উপনদীগুলো শুকিয়ে হাহাকার
বহুকাল বৃষ্টি হয় না এদিকে !
একটাও ফসল তুলতে পারে নি কেউ !
ঘোর শ্রাবণে শুকিয়ে গেছে চেনা জানা সব ঝাউ ।

অভিমান
এতটা অভিমান করতে হয় !
শ্রাবণের অমলিন দুঃখরাতে এলো নাকি কোনও ভয় !
হয়
এমনই হয় বোধহয় অভিমানে !
চলে তো যেতামই রে
কিন্তু এভাবে কেউ যায় !
যাক
ফিরছিস কবে !
ও , তাও বলতে পারবি না –
কেন !
শ্রাবণও তো আসে কখনও কখনও যেন !
বৃষ্টি বড় প্রিয় ছিলো বুঝি
অসময়ের বৃষ্টি তো তোর জন্য নয়
অকাল সময় ।
তাই বুঝি রেখে গেলি ছাই
এ ভুবনময় !
পৃথিবীর কোল তোর এতো প্রিয় হলো !

ওঠ
ওঠ বলছি…..
অর্কেস্ট্রার ছেলেগুলো দাঁড়িয়ে আছে
রানু মুখার্জী মঞ্চ , যোগেশ মাইম….
তারাও অপেক্ষা করছে তোর সেই সপ্তমের কণ্ঠটির জন্য !
ওঠ
হাতজোড় করছি
একটিবার ওঠ
হলগুলো ঝলসে উঠুক ।
অশোক দা , দেবাশিস , শুভাশিস….
তোমাদের মেকাপ রেডি তো !
দেবু আসছে….আর চিন্তা নেই ॥

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

Advertisements

Leave a Reply