শবর গ্রামের মানুষদের খাবার বিতরণ করলো সিআরপিএফ ৫০ নম্বর ব্যাটেলিয়ান
HnExpress ২৫শে এপ্রিল, নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম ঃ নোভেল করোনা ভাইরাস সংক্রমণের জেরে জর্জরিত গোটা পৃথিবী। যার ফলে দেশ জুড়ে চলছে লকডাউন। দিনের পর দিন এই অচেনা আতঙ্ক গ্রাস করছে মানুষকে। আর এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্বরূপ শবর গ্রামে রান্না খাবার বিতরণ করলো সিআরপিএফ ৫০ নং ব্যাটেলিয়ান। প্রসঙ্গত উল্লেখ্য, এই ঝাড়গ্রাম জেলার অন্তর্গত লোধা শবর অধ্যুষিত পূর্ণাপানি গ্রামে প্রায় শ-দুয়েক পরিবারের বসবাস। সকলেই প্রায় জঙ্গল থেকে কাঠ, পাতা কুড়িয়ে পাঁচ কিলোমিটার দূরের লালগড় অথবা ভীমপুরে বিক্রি করে কোনো রকমে দিন গুজরান করেন।
আর এই লকডাউনের যাঁতা কলে পিশে সেইসব মানুষদের অবস্থা এখন অনেকটা ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি।’ আর পাশের রাওতাড়া, করমশোল, জঙ্গলখাস, লোধাবস্তি গ্রামগুলির চিত্রটা আরও ভয়াবহ ও করুণ। দিনের পর দিন ধুঁকছে নিরন্ন লোধা-শবর ও আদিবাসী সম্প্রদায়ের হাজার দুয়েক মানুষ। একদা মাওবাদীদের গড় হিসেবেই পরিচিত ছিল লালগড় থানা এলাকার এই সব গ্রামগুলি। রাতের অন্ধকার ঘনিয়ে এলেই ওই মাওবাদীদের দ্বারা দখল হয়ে যেতো গ্রামের পর গ্রাম।
বন্দুকের নলের ভয়ে নানান অন্যয় দাবী মেনে নিতে বাধ্য হতেন এই গ্রামবাসীরা। তবে এখন লকডাউন পরিস্থিতিতে জঙ্গলমহলে মোতায়েন থাকা সিআরপিএফ ৫০ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে বিভিন্ন রকমের জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে চলেছে দিনের পর দিন। বৃহস্পতিবার সেই একদা মাওবাদী অধ্যুষিত পূর্ণাপানি ও পাশের রাওতাড়া গ্রামের নিরন্ন গ্রামবাসীদের নিজেরা রান্না করে খিঁচুড়ি বিতরণ করলেন সিআরপিএফ জওয়ানরা।
এই ৫০ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডো বজরঙ্গ লাল বললেন ” দেশ তথা রাজ্যের ও গ্রামের এই জটিলতম পরিস্থিতিতে আমরা বাহিনীর পক্ষ থেকে এই সমস্ত গ্রামগুলিতে খাবার, মাস্ক ও রেশন দ্রব্য বিতরণ করে চলেছি প্রতিনিয়ত এবং ভবিষ্যতে লকডাউন যতদিন চলবে আমরা ততদিনই বিভিন্ন গ্রামগুলিতে খাবার ও রেশন বিতরণ করে যাবো।”