কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীর নলিতে কোপ! রাত ২ টো নাগাদ NRS হাসপাতালে মৃত্যু তরুণীর

HnExpress এক নজরে টাটকা খবর, নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যায়, ইএম বাইপাস (EM bypass) ধরে দ্রুত গতিতে ছুটছিল পাশাপাশি দুটি গাড়ি। বাইপাস ধাবার কাছে সিগন্যালে প্রথমটির গতি কমতেই পিছনের গাড়িটি এগিয়ে এসে পথ আটকায়। সেখানে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামানো হয় রোফিয়া শাকিল নামে এক তরুণীকে। সেখানেই তাঁকে এলোপাথাড়ি কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে।
তরুণী রক্তাক্ত অবস্থায় পালানোর চেষ্টাও করেন। কিন্তু অস্ত্র হাতেই তাঁকে ধাওয়া করে আততায়ীরা (Casualties)। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার রাতেই মৃত্যু হয় আক্রান্ত তরুণীর। পুলিশ সুত্রের খবর, আততায়ীর বাবার সঙ্গে মৃত তরুণীর বিবাহবহির্ভূত (Extra Marital Affair) সম্পর্ক মানতে না পেরেই হামলা নাবালকের। এদিকে হাসপাতালে ভর্তি করেও শেষরক্ষা হল না।

বৃহস্পতিবার রাত ২ টো নাগাদ এনআরএস হাসপাতালে মৃত্যু হয় ইএম বাইপাসে আক্রান্ত তরুণীর। প্রগতি ময়দান থানার পুলিশ এক নাবালক-সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম মহম্মদ আর্সালাম, শাহজাদি ফারুকি ও ওয়াসিম আক্রম। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতার সঙ্গে ওই নাবালকের বাবার বহুদিন যাবৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই এই নৃশংস খুনের মোটিভ (Motive)। তবে নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।