অত্যাধুনিক অস্ত্র সহ দুই জনকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ
HnExpress ১৮ই ফেব্রুয়ারি, সৌভিক সিংহ রায়, কোচবিহার : অত্যাধুনিক অস্ত্র সহ দুই জনকে গ্রেপ্তার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ, একজনের নাম প্রসেনজিৎ রায় আরেক জনের নাম সৌরভ মিত্র।
পুলিশ সূত্রের খবর যে দুজনের কাছ থেকেই, দুটি অত্যাধুনিক অস্ত্র এবং তাদের কার্তুজ, তার সাথে এয়ারগান উদ্ধার করা হয়েছে। এবং ইতিমধ্যে নির্দিষ্ট ধারায় ওদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, একের পর এক অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সম্পন্ন কোচবিহার জেলা জুড়ে, প্রায় প্রতি সপ্তাহেই কোচবিহার জেলার কোন না কোন প্রান্ত থেকে এই ধরনের অস্ত্র উদ্ধার হচ্ছে, যার জেরে রীতিমতো আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
যদিও পুলিশের তৎপরতায় এই ধরনের অস্ত্র বারবার উদ্ধার হয়ে যাচ্ছে, কিন্তু পুরো ভোটের আগে যে মাত্রায় কোচবিহার জেলা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে তাই নিয়ে কপালের ভাঁজ পড়েছে প্রশাসনের।