March 21, 2025

কংগ্রেসে ধ্বস, পঞ্চায়েত সদস্য সহ ৫৬ জন যোগ দিল তৃনমূলে—

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ রাজ্য জুড়ে চলছে পুরভোটের আবহ। আর সেই আবহতেই কংগ্রেসে ভাঙ্গন ধরিয়ে বড় চমক দিলো তৃণমূল। বুথের কংগ্রেস নেতা যিনি গত পঞ্চায়েত ভোটে প্রার্থী ছিলেন, তাঁর সঙ্গে আরও ৫৬ জন কংগ্রেস কর্মী এদিন যোগ দিলেন তৃণমূলে।

মালদা জেলার হরিশচন্দ্রপুর এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য জুল মোহম্মদের নেতৃত্বে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমানের হাত ধরে শুক্রবার রাতে কংগ্রেস নেতা তথা গত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী আফাজ হোসেন জিয়াউল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।



তারই সঙ্গে আরোও ৫৬ জন কংগ্রেস কর্মী যোগদান করেছেন বলে দাবি তৃণমূলের। কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারীরা জানান মমতা ব্যানার্জি যে ভাবে চারিদিকে উন্নয়ন করছে সেই উন্নয়ন দেখেই তাঁরা উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিলেন। এই যোগদানে উচ্ছ্বসিত তৃণমূল শিবিরও।



তৃণমূলের দাবি, মমতা ব্যানার্জীর উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁরা যোগদান করেছেন। আগামী বছর পঞ্চায়েত ভোট। সেই ভোটে ওই এলাকা বিরোধী-শূন্য হবে বলে আত্মবিশ্বাসের সুর শোনা যায় তৃণমূল নেতা জম্মু রহমানের গলায়।

Advertisements

Leave a Reply