October 11, 2024

ফাইনালে কোপায় কলম্বিয়া, ইউরো ফুটবলে ইংল্যান্ড দল

0

Soccer Football - Euro 2024 - Semi Final - Netherlands v England - Dortmund BVB Stadion, Dortmund, Germany - July 10, 2024 England's Harry Kane celebrates scoring their first goal REUTERS/Wolfgang Rattay

Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ কোপা আমেরিকা ফুটবলে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে (Uruguay) বিদায় নিল শেষ চারের ম্যাচ শেষে। সেমিফাইনালে কলম্বিয়া ১-০ গোলে সুয়ারেজের উরুগুয়েকে হারিয়ে ফাইনালে খেলবার যোগ্যতা অর্জন করল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কলম্বিয়া (Columbia) প্রথম থেকেই আক্রমণের গতি বাড়িয়ে উরুগুয়েকে চাপে রাখার চেষ্টা করে। তারই ফসল হিসাবে গোল পেয়ে যায় কলম্বিয়া। প্রথম পর্বেই জেমস রদ্রিগেজের কর্নার থেকে পাওয়া বলে জেরফারসন লারমা গোল করেন।

খেলার প্রথম পর্বের শেষ মুহূর্তে কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ লাল কার্ড (Red card) দেখে মাঠ ছেড়ে চলে যান। দ্বিতীয় পর্বে কলম্বিয়া দশ জনে খেলে। ৬৬ মিনিটে লুইস সুয়ারেজ পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন। যদিও সুরারেজ খেলতে নেমেও খেলার চরিত্র তেমন বদল করতে পারেননি। ফাইনালে কলম্বিয়া মুখোমুখি হবে আর্জেন্টিনার সঙ্গে। এদিকে ইউরো কাপ ফুটবলের ফাইনালে রবিবার খেলবে ইংল্যান্ড ও স্পেন। সেমিফাইনালে ম্যাচে ইংল্যান্ড (England) ২-১ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে খেলবার ছাড়পত্র পেয়ে যায়।

খেলার ৭ মিনিটে বুলেটের মতো শটে গোল করেন নেদারল্যান্ডসের জাভি সিমেন্স।১৩ মিনিটের মাথায় হ্যারি কেনের দূরপাল্লা শট বারের পাশ দিয়ে চলে যায়। তারপরেই বক্সের মধ্যে কেইনকে ফাউল করেন ডামফ্রিস। রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে কেইন গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। খেলার একেবারে শেষ মুহূর্তে কলম্বিয়ার কোল ওয়াটকিনস দুরন্ত গোল করে জয় নিশ্চিত করে দেন। টানা দুই বার ইংল্যান্ড ইউরো কাপ ফুটবলের ফাইনালে খেলার ছাড়পত্র পেল।

Advertisements

Leave a Reply