December 10, 2024

স্বাস্থ্য পরিষেবায় নিরাপত্তা বিষয়ে কলকাতা পুলিশের হেল্পলাইন, আর কাটমানির অভিযোগ জানাতে কি করবেন? জেনে নিন এক নজরে

0
Whatsapp Image 2019 06 20 At 9 53 07 Am Jpeg.jpg
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ কলকাতার সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ, চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের যে কোন নিরাপত্তা এবং সুরক্ষা জনিত সমস্যায় যাতে কলকাতা পুলিশ দ্রুত সাহায্য করতে পারে, তার জন্য সম্প্রতি চালু হল কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর। নম্বরটি সপ্তাহের সাতদিনই এবং চব্বিশ ঘন্টা চালু থাকবে আপনাদের সুবিধার্থে। ডায়েল করুন, Medical Security help line no- 18003458246.

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

অন্যদিকে, সম্প্রতি চালু হলো কাটমানি বন্ধ করার জন্য এক বিশেষ প্রক্রিয়া। এখন থেকে যেকোনো এলাকায় কোন পৌর প্রতিনিধি যদি এলাকার মানুষের কাছ থেকে কোন রকম কোনো কমিশন ও কাটমানি খেয়ে কোন কাজ করে দিয়ে থাকেন তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। আর এই রকম কোনো খবর আপনার কাছে থাকলে সঙ্গে সঙ্গে কল করুন এই টোল ফ্রি নম্বর — ১৮০০৩৪৫৮২৪৪।

বা ই-মেল করতে পারেন পশিমবঙ্গ সরকারের ই-মেল আইডিতে ঃ wbcmro@gmail.com এবং এসএমএস করেও এই নাম্বারে ঃ— ৯০৭৩৩০০৫২৪ জানাতে পারেন। চিন্তা করবেন না, আপনার পরিচয় গোপন থাকবে এবং সমস্ত রকম নজরদারি চালানোর দায়িত্ব সরকার নিযুক্ত অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও তাঁর টিমের উপর দেওয়া হয়েছে।

তথ্যসুত্র ঃ কলকাতা পুলিশ ও নবান্ন।

Advertisements

Leave a Reply