December 11, 2024

রবীন্দ্রসদনে প্রয়াত অভিনেতা ও প্রাক্তন সাংসদ তাপস পালকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

0
Download20200219 235524.jpg
Advertisements

HnExpress ১৯শে ফেব্রুয়ারি, নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বুধবার সকালে প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হয় অভিনেতা তাপস পালের মরদেহ৷ সেখানে ১০ মিনিট তাঁর মরদেহ রাখা ছিল৷ এরপর সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। সকলের শ্রদ্ধাজ্ঞাপানের জন্য রবীন্দ্র সদনেই বেলা একটা পর্যন্ত শায়িত থাকে তাঁর মরদেহ। এদিন রবীন্দ্রসদনে প্রয়াত অভিনেতা ও প্রাক্তন সাংসদকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ স্টুডিওর তাঁর সহকর্মী কলাকুশলীরা৷

মঙ্গলবার ভোরে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন ‘দাদার কীর্তি’র কেদার। ১লা ফেব্রুয়ারি মেয়ের কাছে যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছে ছিলেন তিনি। ঠিক তখনই আচমকা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রায় দু’সপ্তাহ ধরে হাসপাতালেই ছিলেন তাপস পাল। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। গতকাল মঙ্গলবার খুব ভোররাতে দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যাটাক হয় তাঁর। সেই ধকল আর নিতে পারেননি তিনি। হাসপাতালেই মৃত্যু হয় তাপস পালের।

তাঁর মৃত্যুসংবাদে শোকস্তব্ধ টলিউডের ফিল্ম ইন্ড্রাস্টি। শোকস্তব্ধ তাঁর অসংখ্য অনুরাগী। কেউ মেনে নিতেই পারছেন না যে তাপস আর নেই। গতকাল রাতেই কলকাতায় নিয়ে আসা হয় তাঁর মরদেহ। তারপর পিস হাভেনে রাখা হয় অভিনেতা তাপস পালের দেহ। বুধবারই কেওড়াতলা মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদার সাথে গান স্যালুট সহকারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

 

Advertisements

Leave a Reply