April 24, 2025

গামিলা নবীন সংঘের স্বাস্থ্য সচেতনতা দিবস উদযাপন পালন

0
Advertisements

HnExpress তৌসিফ ইকবাল, ভগবানগোলা ঃ রবিবার গামিলা নবীন সংঘের স্বাস্থ্য সচেতনতা দিবস উদযাপন করা হল পিরতলা হল্ট স্টেশনে। লালগোলা ব্লকের বিভিন্ন জয়গায় প্লাস্টিক এর ব্যাবহার কমানো আর বৃক্ষরোপণ এবং স্বচ্ছতা অভিযান চালানো হবে বলে জানান ক্লাবের সহ সম্পাদক। প্ল্যাকার্ড হাতে স্টেশন চত্বরে রালী আয়োজন করা হয়।

র‍্যালিতে প্রায় ২০০ জন ছাত্র ছাত্রী ও স্থানীয় মানুষজন অংশগ্রহণ করেন। এর পরে পিরতলা হল্ট স্টেশনে বৃক্ষরোপণ ও স্টেশন মাস্টার এবং স্টেশন কমিটির হাতে গাছ ও ডাস্টবিন তুলে দেওয়া হয়। তাছাড়া স্টেশন চত্বর পরিষ্কার করা হয়। স্টেশন চত্বর পরিষ্কার করার সময় ছাত্র ছাত্রীরা জলের অপচয় বন্ধ করুন, প্লাস্টিক ব্যবহারকে না বলুন এবং পৃথিবীকে সবুজায়ন করার লক্ষে স্লোগান তোলে।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

তাছাড়াও স্টেশন এর উপর বিভিন্ন ট্রেনের যাত্রীদের হাতে লিফলেট বিলি করা থেকে, জল সংরক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা বোঝানো হয়। এদিনের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও উপস্থিত ছিলেন।

Advertisements

Leave a Reply