December 13, 2024

আগুনে পুড়ে ভষ্মিভূত চার্চ কিন্তু অক্ষত রয়েছে সব বাইবেল, এই অলৌকিক ঘটনায় হতবাক দমকল কর্মীরা

0
Screenshot 2019 0607 024142.png
Advertisements

HnExpress বিশেষ প্রতিবেদন, রূপা বিশ্বাস ঃ ঘটনাটি ঘটেছে মাস তিনেক আগে। কিন্তু এখনও ধোঁয়াশা কাটেনি সোশ্যাল মিডিয়ায়।
মার্কিন দেশে দমকল বিভাগের কর্মীদের পোস্ট নিয়ে রীতি মতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। জানা যায়, গত তিন মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় চার্চের সমস্ত কিছু। কিন্তু অবাক করার বিষয় হলো, চার্চের ভেতরে থাকা বাইবেল গুলিতে আগুনের কোন প্রকার ছোঁয়াও লাগেনি। সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে পবিত্র বাইবেল ও যীশু খ্রীস্টের ক্রুশ।

If U like publish any type of Advertisements, Plz contact Us.

গত ৩রা মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া এর ফ্রিডম মিনিস্ট্রি’জ চার্চে ভয়ঙ্কর ভাবে আগুন লাগে। আর সেই আগুনে চার্চের সমস্ত কিছু পুড়ে গেলেও আশ্চর্যজনক ভাবে অক্ষত থেকে যায় সব ক’টি পবিত্র বাইবেল। আর সেই আগুন নেভাতে এসে সিটি ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা এই ঘটনা দেখে রীতিমতন হতবাক হয়ে যান। পরে তারাই এই আশ্চর্যকর ঘটনা তাঁদের ফেসবুকে পেজে ছবি সহ শেয়ার করেন।

তাঁরা তাঁদের সোস্যাল মিডিয়ার পোস্টে জানান, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চার্চে সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু তার মধ্যে অদ্ভুত ভাবে অক্ষত রয়ে গিয়েছিল সমস্ত বাইবেল এবং সেইসাথে ক্রুশও। তাঁরা আরও বললেন যে, ক্রুশে এই মারাত্মক আগুনের তাপ লাগা সত্ত্বেও সেটি একদম অক্ষত অবস্থায় ছিল।

For further details or any queries Plz contact Us.

এই অলৌকিক ও ঐশ্বরিক ঘটনাকে কেন্দ্র করে অনেকেই তাঁদের ব্যক্তিগত মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। তবে এমন অলৌকিক ঘটনায় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সারা দেশের সবাইকে রীতিমতন হতবাক করে দিয়েছে।

ছবি ও তথ্যসূত্র ঃ সোস্যাল মিডিয়া।

Advertisements

Leave a Reply