শান্তির দেশে যাত্রা করলেন বলিউড অভিনেতা সতীশ কৌশিক


HnExpress ব্যুরো রিপোর্ট : ফের এক নক্ষত্র পতন বলিউড ইন্ডাস্ট্রিতে। না ফেরার দেশে পাড়ি দিলেন প্রখ্যাত অভিনেতা সতীশ কৌশিক। বৃহস্পতিবার কাকভোরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুর খবর ট্যুইট করে জানিয়েছেন অভিনেতা অনুপম খের।

বলিউডে বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি বহু সিনেমা পরিচালনাও করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেতেই শোকের ছায়া নামে বলিউডে। জানা গিয়েছে, গুরুগ্রামে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। গাড়িতেই হঠাত্ অসুস্থ বোধ করেন।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই, গাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে গুরুগ্রামের একটি নামী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আজ ময়নাতদন্তের পর তাঁর মরদেহ মুম্বইয়ে আনা হবে শেষ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য।