December 13, 2024

‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান, ২০১৯’ – ৫ম ভাগ

0
1571758424721 Banner 5x4 Final8673807369719365664..jpg
Advertisements

HnExpress নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা ঃ একফালি অপরিসর জলপথ। এখন এটি নোয়াই খাল, নিউব্যারাকপুর আর মধ্যমগ্রামের সীমানা হিসেবে চিহ্নিত। গঙ্গানগর এর দক্ষিণ থেকে পশ্চিমের সাজিরহাট পর্যন্ত এই জল পথ একসময় ছিল বিস্তীর্ণ নদী। আর লাবণ্যবতী নামের সেই নদী কালক্রমে শীর্ণকায় হতে হতে নোয়াই খালে পর্যবসিত। “বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান, ২০১৯” এর ৫ম ভাগে আজ জেনে নিই আরও কিছু পুজো মন্ডপের থীম সম্পর্কে।

আনোয়ারপুর পরগনা একসময় বিখ্যাত ছিল তামাক চাষের জন্য। মধ্যমগ্রামের সুগন্ধিযুক্ত তামাক যেত দেশ-দেশান্তরে। আজ সে সব ইতিহাস। কিন্তু এসবের মাঝেও ইতিহাস নয়, রীতিমত বর্তমান মধ্যমগ্রাম-বারাসতের শ্রেষ্ঠ কালীপুজো। এতদিন মধ্যমগ্রামের কিছু বাছাই করা পুজো কমিটির বিষয় আলোচিত হয়েছে। এবারে আসছি বারাসাতের পুজো কমিটির বিষয় নিয়ে।

বারাসাতে টাকি রোডের পাশে বিধান পার্কে বিদ্রোহী পুজোর এবার ৫৩ তম বর্ষ। থিম ‘হিন্দু ধর্ম এক ও অভিন্ন‘। শিব মন্দিরের আদলে প্লাইউড ফাইবারের মন্ডপ নজর কাড়বে প্রতিমার। একপাশে বৃন্দাবন ধাম, অন্য পাশে থাকছে জগন্নাথ দেবের মূর্তি। আলোয় ভাসবে গোটা এলাকা।

অন্যদিকে ৩৪ নম্বর জাতীয় সড়কে দমকল কেন্দ্রের উল্টোদিকে ‘জাগৃতি সংঘ‘-র পুজোর জন্য তৈরি হয়েছে তিতুমিরের বাঁশের কেল্লা। বাঁশ, বেত, ঝুড়ি দিয়ে মন্ডপ গড়েছেন শ্যামনগরের গৌতম ঘোষ। প্রতিমা শিল্পী বারাসতের অমূল্য পাল। বিশেষ আকর্ষণ হিসেবে সৈন্য এবং আদিবাসীদের নাচ দেখা যাবে।

এই সব পুজোর মধ্য থেকে বাছাই করা বেশ কয়েকটিকে দেওয়া হবে ‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’। উদ্যোক্তা ‘হাইলাইট নিউজ এক্সপ্রেস ডিজিটাল মিডিয়া’। বিচারক হিসেবে থাকছেন দুই প্রতিষ্ঠিত সাংবাদিক অশোক সেনগুপ্ত ও দিব্যেন্দু ঘোষ, নৃত্যশিল্পী ইন্দ্রানী গঙ্গোপাধ্যায়, আন্তর্জাতিক অ্যাথলিট প্রবীর সরকার এবং ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায় প্রমুখ। সামগ্রিক ব্যবস্থাপনায় রয়েছেন চ্যানেল হেড ইন্দ্রানী সেনগুপ্ত।

এরই পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, সংবাদপ্রতিখণ, বেঙ্গল টুডে, বিবিপি নিউজ, লাভ এন অ্যাফেয়ার ও নজরে বাংলা চ্যানেল। সহযোগী পার্টনার হিসেবে রয়েছেন, ড. সিদ্দিকী ফাউন্ডেশন এর ফাউন্ডার চেয়ারম্যান ড. ইকবাল সিদ্দিকী (নিউরোসার্জেন, কন্স্যালটেন্ট ব্রেইন ন স্পাইন সার্জেন), চন্দনা মেমোরি অফ ট্রাস্ট এর কর্ণধার নুপুর সাহা , এসআরআইএএইচসি এর কর্ণধার কুমারেশ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী জয় সরকার।

Advertisements

Leave a Reply