December 13, 2024

‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’ -২য় ভাগ

0
Img 20191021 Wa00002773767381499776825.jpg
Advertisements

HnExpress নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা ঃ ২০১৩-র ২৫ শে অক্টোবর এক বর্ষণমুখর রাতে মধ্যমগ্রামের এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল এলাকার ছয় যুবক৷ গণধর্ষণের পর তাকে এলাকারই একটি মাঠে ফেলে যায়৷ তারা হুমকি দিয়েছিল, থানায় অভিযোগ করলে ফের ধর্ষণ করা হবে৷ তবে নাবালিকার পরিবার ওই হুমকিকে পাত্তা না দিয়ে পুলিশের দ্বারস্থ হয় পরের দিনই৷ এর পরেই ওই নাবালিকাকে ফের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক যুবক৷ তবুও অন্ধকারের মাঝে কোথাও যেন একটু আলোক রোসনাইয়ের আসা থাকেই।

তার ঠিক পরের দিনই, অর্থাৎ দ্বিতীয় দফায় আবার পুলিশের দ্বারস্থ হয় সেই ধর্ষিতার পরিবার৷ পুলিশ প্রশাসনের কাছ থেকে সে সময়েও নিরাপত্তা মেলেনি বলেই অভিযোগ করেছিল পরিবারটি৷ তবে, পুলিশ দ্বিতীয় দফায় অভিযোগ পাওয়ার তিন দিনের মধ্যেই ছ’জনকে গ্রেপ্তার করে৷ ৪ঠা নভেম্বর পুলিশের কাছে জবানবন্দিও দেয় সেই নাবালিকা৷ মূল অভিযুক্ত অ্যান্টনি সাচ্চি নিজের সমস্ত দোষ পুলিশের কাছে কবুলও করে নেয়৷ এর ভিত্তিতেই পুলিশ তখন বারাসত আদালতে চার্জশিট জমা দেয়৷

তবে বলাই বাহুল্য, সেদিন প্রচারমাধ্যম ছিল বলেই পুলিশ প্রশাসনকেও তৎপর হতে হয়েছিল মধ্যমগ্রামের সেই কান্ডে। নতুবা বিচারের বাণী হয়ত নীরবে নিভৃতেই কেঁদে যেত। তবে এটা ঠিক যে, আঁধারের সঙ্গেই থাকে আলো। আর অন্ধকার থেকে সেই আলোকেই পৃথক করে মানুষের মাঝে উদ্ভাসিত করার উদ্দেশ্যে এইচ এন এক্সপ্রেস ডিজিটাল মিডিয়া তাই তারই চারপাশের ঘটে যাওয়া অন্যায় অনাচার অত্যাচারের খবর প্রকাশের সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছে এলাকার ভাল কাজের খোঁজ নিয়েও। আর এবছরের দীপাবলিতে মধ্যমগ্রাম সহ উত্তর ২৪ পরগণা জেলার বেশকিছু বাছাই করা পুজো উদ্যোক্তাদের পুজোর সেরা স্বীকৃতি দেবে তারাই।

মধ্যমগ্রামের বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাবের ৫৩- তম বর্ষের নিবেদন সবুজায়ন। রথ, প্রকৃতি ও আদি বন্যপ্রাণীর আদলে মণ্ডপ। প্রতিমার পাশে থাকবেন শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা। মেঘদূত শক্তি সঙ্ঘ ৪৮-তম বর্ষে আকর্ষণ, ‘ওপারের সাজে এবারের পুজো’। বাংলাদেশের বৈশাখী মেলার অনুকরণে মন্ডপ তৈরি করেছেন রতন শীল। প্রতিমা সাবেকি।

মুলতঃ মধ্যমগ্রাম, বারাসাত, নিউব্যারাকপুর, সোদপুর এর পুজোগুলোর মধ্যে বাছাই করা বেশ কয়েকটিকে দেওয়া হবে ‘বিশ্ব সম্প্রীতি আলোক সম্মান ২০১৯’। উদ্যোক্তা ‘হাইলাইট নিউজ এক্সপ্রেস’ এর কর্ণধার ইন্দ্রাণী সেনগুপ্ত। বিচারক হিসেবে থাকছেন দুই প্রতিষ্ঠিত বরিষ্ঠ সাংবাদিক অশোক সেনগুপ্ত ও দিব্যেন্দু সরকার, নৃত্যশিল্পী ইন্দ্রাণী গাঙ্গুলি, আন্তর্জাতিক অ্যাথলিট প্রবীর সরকার এবং বর্তমানে প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখোপাধ্যায় প্রমুখ।

এরই পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, সংবাদপ্রতিখণ, বেঙ্গল টুডে, বিবিপি নিউজ, লাভ এন অ্যাফেয়ার ও নজরে বাংলা। সহযোগী পার্টনার হিসেবে রয়েছেন, ড. সিদ্দিকী ফাউন্ডেশন, চন্দনা মেমোরি অফ ট্রাস্ট, এসআরআইএএইচসি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকছেন বাচিক শিল্পী জয় সরকার। এরই পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে, সংবাদপ্রতিখণ, বেঙ্গল টুডে, বিবিপি নিউজ, লাভ এন অ্যাফেয়ার ও নজরে বাংলা চ্যানেল। সহযোগী পার্টনার হিসেবে রয়েছেন, ড. সিদ্দিকী ফাউন্ডেশন এর ফাউন্ডার চেয়ারম্যান ড. ইকবাল সিদ্দিকী (নিউরোলজিস্ট, কন্স্যালটেন্ট ব্রেইন ন স্পাইন সার্জেন), চন্দনা মেমোরি অফ ট্রাস্ট এর কর্ণধার নুপুর সাহা, এসআরআইএএইচসি এর কর্ণধার কুমারেশ রায় প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় থাকছেন বিশিষ্ট বাচিক শিল্পী জয় সরকার।

Advertisements

Leave a Reply