April 27, 2025

সুপার সিক্সে ভবানীপুর আর এরিয়ান, কিন্তু তৃতীয় দল কে?

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ শুক্রবার আই এফ এ পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শেষ হলো। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সুপার সিক্সে চলে গেলো। দ্বিতীয় স্থান পেলো এরিয়ান ক্লাব। তাদের পয়েন্ট ১৮। গোলের পর গোল পার্থকে এগিয়ে রাখায় তাঁরা সুপার সিক্সে খেলবার ছাড়পত্র পেয়ে যায়।



তবে খিদিরপুর ও রেলওয়ে এফ সি’ও ১৮ পয়েনট পেয়েছে। কিন্তু গোল সংখ্যায় রেল দল এগিয়ে থাকায় তাদের যাওয়াটা উচিত। আবার খিদিরপুর বলছে, সাদার্ন সমিতির খেলায় ওয়াক ওভার পাওয়ায় তিন গোল পাওয়া উচিত ছিল। যা কিনা আমাদের দেওয়াই হয়নি। অন্যদিকে রেল দল বলছে আইনে এই কথা নেই। সমস্যা নিয়ে আই এফ এ বিশেষ সভা ডেকেছে।



সমস্যা কিভাবে সমাধান হয় তা দেখে নিয়ে, প্রয়োজনে আইনের পথে যাবো বলছে দুটি দলের কর্তৃপক্ষরা। সুপার সিক্সে তিন প্রধানের সঙ্গে এরা খেলবে। এদিন এরিয়ানের গোল রক্ষক কোচ বিশ্বজিৎ বিশ্বাসের জন্মদিন পালন করা হয় খেলার মাঠেই।

Advertisements

Leave a Reply