April 27, 2025

ফ্রড এসএমএস-এর রকম বদলে নতুন প্রতারণার ছক, সতর্ক হয়ে যান এখন থেকেই

0
Advertisements

HnExpress ২৭শে ফেব্রুয়ারী ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা তুললেই বা অর্থের লেনদেন করলে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে সংশ্লিষ্ট ব্যাঙ্ক থেকে একটি এসএমএস অ্যালার্ট আসে। কিন্তু কিছু এসএমএস অ্যালার্ট দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। সম্প্রতি ফ্রড এসএমএস-এর রকম বদলে রীতিমতো মাথা খাটিয়ে নতুনভাবে প্রতারণার ছক কষা হয়েছে। তাই এখন থেকেই সর্তক হয়ে যান পাতা ফাঁদের হাত থেকে।

প্রতারকের পাঠানো ভুয়ো এসএমএস অ্যালার্ট দেখতে অনেকটাই ব্যাঙ্কের অ্যালার্ট মেসেজের মতো। এমনকি ভুয়ো এসএমএস অ্যালার্টে, লেনদেন যদি অবাঞ্ছিত হয় তবে কার্ডটি ব্লক করার উদ্দেশ্যে প্রতারকের দেওয়া নম্বরে আপনাকে মেসেজটি ফরওয়ার্ড অথবা কল করতে বলা হতে পারে।

ভুয়ো এসএমএস-এর ফাইল চিত্র

আর এখানেই আসল ও নকল বা ফ্রড কেসের তফাত, ব্যাঙ্ক থেকে পাঠানো অ্যালার্ট মেসেজে কার্ড বা অ্যাকাউন্ট নম্বরের শেষ কয়েকটি সংখ্যা দৃশ্যমান থাকে, কিন্তু প্রতারকের পাঠানো ভুয়ো এসএমএস অ্যালার্টে কার্ড বা অ্যাকাউন্ট নম্বরের সবকটি সংখ্যাই ‘ X ‘ চিহ্ন দেওয়া থাকে। সুতরাং এই বিষয় গুলি মাথায় রেখে সাবধান হয়ে যান।

কলকাতা পুলিশ এর লালবাজার গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, এই ধরনের মেসেজের দ্বারা প্রতারিত হবেন না। নিজে সজাগ থাকুন এবং অন্যদেরকেও সতর্ক করুন। বোঝার সুবিধার জন্য এখানে দেওয়া রইল ২টি ভুয়ো এসএমএস অ্যালার্টের ছবি। আর মোবাইলে ভুয়ো অ্যালার্ট মেসেজ পেলে দ্রুত জানান লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড সেকশনের হেল্পলাইন নম্বরে : 8585063104।সাথে এই নিউজ লিংকটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। যাতে বহু মানুষের কাছে পৌঁছয়, তাদের ভালোর উদ্দেশ্যে।

তথ্যসূত্র ও চিত্র ঃ কলকাতা পুলিশ।

 

Advertisements

Leave a Reply