December 14, 2024

মহিলার পিছু ধাওয়া করে হেনস্থা, অভিযুক্তকে পাকড়াও করল কসবা ট্রাফিক গার্ডের বিশেষ টিম

0
Inshot 20190607 141831470.jpg
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ গতকাল দুপুর ৩টে নাগাদ আনন্দপুর রোড ধরে কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের দিকে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। সঙ্গে তাঁরই এক পরিচিত ব্যক্তি। কিছুক্ষণ পরে সেই মহিলা লক্ষ্য করেন, তাঁর পিছু নিয়েছে একজন অজ্ঞাত পরিচয়ের লোক।

পরিস্থিতির চাপে ঘাবড়ে না গিয়ে পিছু নেওয়া লোকটির মুখোমুখি হন সেই মহিলা। কিন্তু এরপর বেপরোয়া হয়ে তাঁকে আরও বেশি করে উত্যক্ত করতে শুরু করে দেয় লোকটি। নানা কুৎসিত ইঙ্গিত উড়ে আসতে থাকে সেই মহিলার উদ্দেশ্যে। মহিলার সঙ্গে থাকা ব্যক্তিটি প্রতিবাদ করলে তাকেও রীতিমতো মারধর করে পিছু নেয় লোকটি।

সুত্রের খবর, সেই মুহূর্তে লোকটির হাত থেকে বাঁচতে দৌড়তে শুরু করেন মহিলাটি। এদিকে রুবি ক্রসিং-এর সামনে তখন ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন কসবা ট্রাফিক গার্ডের সেক্টর অফিসার সার্জেন্ট সুব্রত দাশ এবং ২ জন কনস্টেবল শ্যামাপ্রসাদ নস্কর ও পলাশ বিশ্বাস। একজন মহিলাকে উদভ্রান্তের মতো দৌড়তে দেখে তাঁরা এগিয়ে আসেন। তাঁদেরকে গোটা ঘটনাটি জানান সেই মহিলা।

If U like publish Any type of Advertisements, Plz contact Us.

এবার সেই লোকটিকে ধাওয়া শুরু করেন সার্জেন্ট সুব্রত দাশ এবং সঙ্গী দুই কনস্টেবল শ্যামাপ্রসাদ নস্কর ও পলাশ বিশ্বাস। পুলিশ দেখে পালাতে চেষ্টা করে লোকটি। লাফিয়ে উঠে পড়ে একটি বাসে। কিন্তু তাকে ধাওয়া করে সেই বাস থেকে নামিয়ে আনেন দায়িত্বরত সার্জেন্ট ও কনস্টেবলরা।

এরপর সেই ৩ জনকেই পাঠানো হয় কসবা থানায়। সেখানে কসবা থানার সাব ইনস্পেকটর সুশান্ত কুমার সেনের উপস্থিতিতে অভিযোগ দায়ের করা হয় হেনস্থাকারীর বিরুদ্ধে। অতঃপর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Advertisements

Leave a Reply