April 27, 2025

নিউব্যারাকপুর থানার উদ্যোগে মাদক বিরোধী জন সচেতনতার উদ্দেশ্যে পদযাত্রা

0
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ব্যরাকপুর পুলিশ কমিশনারেট এর অধীনস্থ নিউ বারাকপুর থানার উদ্যোগে ২৬ শে জুন বিকেলে থানা প্রাঙ্গণ থেকে এক বণার্ঢ্য জনসচেতনতা পদযাত্রা এলাকা পরিক্রমা করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন। বিলকান্দা ১নং ও ২নং গ্রাম পঞ্চায়েতর তালবান্দা হয়ে হেমন্তনগর, নবকামারগাতি কলোনী, পশ্চিম মাসুন্দা, বুড়ীর সাজিরহাটে এসে পদযাত্রা শেষ হয়। বর্তমান সমাজের যুব সম্প্রদায় রীতিমতো নেশা বেষ্টিত অন্ধকারের সাম্রাজে প্রবেশ করেছে। নিজেরা তো ক্ষতিগ্রস্থ হচ্ছেই, তার পাশাপাশি খোকলা হচ্ছে গোটা সমাজ ব্যবস্থা। চারিদিকে একটু সতর্ক দৃৃষ্টি বোলালেই দেখা যাবে অন্দ্ধকার গলি ঘুপচিতে প্রায় ৮ থেকে ৮০ দল  নেশার ঘোরে বুদ হয়ে পরে আছে। তাই সেই অন্ধকারে ডুবে যাওয়া সমাজের  বয়সজেষ্ঠ্য থেকে নবপ্রজন্ম বা আগামী ভবিষ্যৎকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টায় এই আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হলো।

স্হানীয় কলোনী বয়েজ হাই স্কুল, বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিনিধি, থানার সমস্ত সিভিক ভলেন্টিয়ার, লেডি কনস্টেবল, এ.এস.আই, এস.আই’রা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। মাদক জাত দ্রব্য সেবন থেকে বিরত থাকতে ও সুস্হ সমাজ গঠনের বার্তা দেওয়া হয় এই পদযাত্রার মধ্য দিয়ে। নিউ ব্যারাকপুর থানার ওসি হিমাদ্রি ডোগরা জানান, ব্যরাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশেই বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে এদিন নিউ বারাকপুর থানার আয়োজনে এই জনসচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে চলে এই সুবৃহৎ পদযাত্রা মানুষের মধ্যে বেশি করে জন সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

মাদক সেবন থেকে বিরত থাকতে এবং একটি সুস্হ সমাজ গঠনের লক্ষ্যে এই সচেতনতা। অটো মাইক প্রচারের পাশাপাশি “ড্রাগের নেশা সর্বনাশা” এই সকল নেশা থেকে দুরে থাকুন, নিজে বাঁচুন এবং যুব সমাজকে বাঁচান, ড্রাগ আপনার মৃত্যুর কারণ হতে পারে, এরকম বিভিন্ন সচেতনমূলক লেখা প্লাকার্ডের মাধ্যম থেকেও বার্তা দেওয়া হয় নিউবারাকপুর থানার পক্ষ থেকে। রাস্তাঘাটে পথচলতি সাধারন মানুষেরা এবং সেখানকার এলাকাবাসী সহ বহু মানুষ এদিন এগিয়ে এসে এই পদযাত্রায় সামিল হন পায়ে পা মিলিয়ে। এই “জনসচেতনতা অভিযান” অনুষ্ঠানের স্থানীয় উদ্যোক্তা হিসেবে ছিলেন নবব্যারাকপুর থানা এবং মূল উদ্যোক্তা হলেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ।

Advertisements

Leave a Reply