December 11, 2024

তেল উত্তোলন কেন্দ্র হিসাবে ইতিহাসের পাতায় অশোকনগর, আজ আসছেন পেট্রোলিয়াম মন্ত্রী

0
Img 20201220 Wa0001.jpg
Advertisements

HnExpress ২০শে ডিসেম্বর, অরূপ অধিকারী, উত্তর ২৪ পরগনা, অশোকনগর ঃ অবশেষে ইতিহাসের পাতায় নাম উঠতে চলেছে বাংলার গর্ব স্বরূপ অশোকনগরের। চালু হওয়ার অপেক্ষায় খনিজ তেল উৎপাদন কেন্দ্র। আজ রবিবার, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আসছেন তেল উত্তোলন প্রকল্প পরিদর্শনে।

নিজস্ব চিত্র।

বছর তিনেক আগেই উত্তর ২8 পরগনা জেলার অন্তর্গত অশোকনগর থানা সংলগ্ন পৌরসভার অধীনস্থ ২২ নম্বর ওয়ার্ডে প্রাকৃতিক তেলের সন্ধান পাওয়া গিয়েছিল। অশোকনগরের বাইগাছি এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ওএনজিসির তরফে পরীক্ষা-নিরীক্ষাও চলছিল। সাথে সাথে ভূগর্ভস্থ তেল তুলে পরীক্ষার জন্য সংশোধনাগারে পাঠানোও হয়েছিল। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সবুজ সংকেত দেওয়ার পরে জোর কদমে কাজ শুরু হয়।

আজ সেই তৈল প্রকল্প পরিদর্শনেই আসছেন কেন্দ্রীয় মন্ত্রী। অশোকনগরের পৌরপ্রশাসক প্রবোধ সরকার বলেন, ‘ এটা খুবই খুশির খবর। অশোকনগরে চালু হবে খনিজ তেল উৎপাদন কেন্দ্র। প্রকল্প সফল হলে আমাদের এলাকার অর্থনীতিও বদলে যাবে। গড়ে উঠবে অনুসারী শিল্পও। এরই পাশাপাশি ভারতের ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর।

নিজস্ব চিত্র।

Advertisements

Leave a Reply