অস্ত্র আইনে গ্রেফতার D Bapi Biryani-র কর্ণধার, অভিযোগ গুরুতর

HnExpress নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম : অস্ত্র আইনে গ্রেফতার হলেন D Bapi বিরিয়ানির অন্যতম কর্ণধার ও উত্তর ২৪ পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য অনির্বাণ দাস। গুদাম মালিককে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। খোঁজ চলছে অনির্বাণের নিরাপত্তা রক্ষীর। (D Bapi Biriyani Barrackpore)। ঘটনার পরিপ্রেক্ষিতে সেই মর্মে মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম (North 24 Parganas, Madhyamgram) পৌরসভার অন্তর্গত বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর সঙ্গে গুদাম ভাড়া নিয়ে ১১ মাসের চুক্তি হয় D Bapi বিরিয়ানির মালিক অনির্বাণ দাসের। অভিযোগ, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না তিনি। এদিন গুদাম মালিক এসে ঘর ছাড়তে বলায় শুরু হয় তুমুল বচসা, যা পরে হাতাহাতিতে রূপান্তরিত হয়। ঠিক তারপরই অনির্বাণ তার নিরাপত্তা রক্ষীর কাছ থেকে রিভলবার নিয়ে তাক করে ভয় দেখানো শুরু করেন।
অভিযোগের ভিত্তিতে ওই বিরিয়ানির দোকানের মালিক তথা তৃণমূল নেতাকে (TMC Leader) গ্রেফতার করে পুলিশ। গতকাল বারাসাত আদালতে তোলা হয় ডি বাপি বিরিয়ানির কর্ণধার অনির্বাণকে। এদিন আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে দু’দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। যদিও অনির্বাণের স্ত্রীর দাবি, তাঁর স্বামীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হয়েছে। ঘর নিয়ে শুধু বচসাই হয়েছে। মারধর করা হয়নি, আর আগ্নেয়াস্ত্রও দেখানো হয়নি। তিনি প্রমাণ হিসেবে রেস্তরাঁর সিসিটিভি ফুটেজ (CCTV Footage) তুলে ধরবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।