February 17, 2025

BigUpdate গিলেন-বারি সিনড্রোম নিয়ে দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ

0
Advertisements

 

HnExpress এক নজরে টাটকা খবর, কলকাতা : বিরল স্নায়ু রোগ নিয়ে বাড়ছে উদ্বেগ। গিলেন-বারি সিনড্রোমে (Gilin Barre Syndrome) দেশে প্রথম মৃত্যু, আক্রান্তের কেস ছাড়িয়েছে শতাধিক। রাজ্যেও দুজন আক্রান্ত এই রোগে। এটি একটি বিরল স্নায়ু রোগ, যা যেকোনো মুহুর্তে হয়ে উঠতে পারে প্রাণঘাতী। শিশু থেকে বয়স্ক প্রায় সকলেই হতে পারেন আক্রান্ত।

মূলত ২০-৩০ বছর বয়সীদের ঝুঁকির সম্ভাবনা সবচেয়ে বেশি, বলছেন বিশেষজ্ঞরা। এই রোগে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। নিউরনের মায়েলিন শিথটা (Muslin Sheath) নষ্ট হতে থাকে। তাই শরীরে স্নায়ুর কার্যকারিতা আর থাকে না। তখন স্নায়ু আর সঙ্কেত পাঠাতে পারে না। সেই কারণেই রোগী মূলত পক্ষাঘাতগ্রস্ত (Paralyzed) হয়ে পড়ে। পুনের আক্রান্তের মধ্যে ১৬ জন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।

আক্রান্তের মধ্যে ১৯ জনের বয়স নয় বছরের কম। আবার ২৩ জন হলো ৫০-৮০ বছর বয়সের মধ্যে। এদের সকলের শরীরে ক্যাম্পিলোবেক্টর জেজুনি ব্যাকটেরিয়া (Campi lobacter Jejuni Bacteria)  পাওয়া গেছে, যা গিলেন ব্যারি সিনড্রোমের (GBS) অন্যতম কারণ। তাই এই রোগ সম্পর্কে জেনে সচেতন হওয়া দরকার। এই রোগের উপসর্গ গুলি কি কি দেখুন নিম্নে

 

 

➤ হাটাচলা, ওঠা-বসায় সমস্যা, শারীরিক দূর্বলতা। ➤ প্রথমে পা দূর্বল লাগা, পরে ধীরে ধীরে শরীরের ঊর্ধাঙ্গ অকেজো হওয়া। ➤ তারপর পক্ষাঘাত হওয়ার সম্ভাবনা।  ➤ শ্বাস-প্রশ্বাসের হার বেড়ে যাওয়া, শ্বাস নিতে সমস্যা। ➤ পায়ের তলা ও আঙুলে জ্বালা অনুভব। ➤ বুকে জ্বালা, সাথে হজমের সমস্যা দেখা দিতে পারে। ➤ মুখ ধীরে ধীরে বেঁকে যেতে পারে, কথাও জড়িয়ে যেতে পারে। ➤ প্রস্রাবে জ্বালা, বার বার সংক্রমণের সমস্যা দেখা দিতে পারে। ➤ রক্তচাপ অত্যাধিক হারে বেড়ে যাওয়া।

প্রতিকারের জন্য সাবধানতা ঃ ঘন ঘন হাত মুখ পরিস্কার রাখুন। অবিলম্বে রাস্তার কাটা ফলমূল, স্যালাড খাওয়া বন্ধ রাখুন। বাড়ির রান্না করা খাওয়ার খান। এবং অবশ্যই শরীরে উপসর্গ দেখলেই সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন। ভয় না পেয়ে নিজে সচেতন হন, এবং সমাজকে সুস্থ ও সচেতন রাখুন।

Advertisements

Leave a Reply