March 20, 2025

“এও এক নক্ষত্র পতন কলকাতা পুলিশের”, কোভিডে মৃত্যু এক শীর্ষ আধিকারিকের—

0
Advertisements

HnExpress ২১শে অগাস্ট, জয় গুহ, কলকাতা ঃ “এও এক নক্ষত্র পতন কলকাতা পুলিশের” কোভিডে মৃত্যু এক শীর্ষ আধিকারিক এর। যে সকল মানুষ কলকাতা পুলিশে কর্মরত, তাঁরা সবাই কিন্তু এক একজন নক্ষত্র। কারণ এই করোনা আবহের মধ্যে তাঁরাই যে ভাবে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করতে গিয়ে প্রাণ দিচ্ছেন তা ভাষায় বলে প্রকাশ করা যায় না। তেমনই কোভিড আক্রান্ত হয়ে আজ প্রাণ দিয়ে উদাহরণ সৃষ্টি করলেন কলকাতা পুলিশের আধিকারিক উদয় শঙ্কর ব্যানার্জী।

শুক্রবার পুলিশ সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, গতকাল ভোর তিনটে নাগাদ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কোভিড আক্রান্ত সেই শীর্ষ আধিকারিককে। বেশ কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর, সর্দি নিয়ে ভুগছিলেন তিনি। তারই পাশাপাশি সূত্রের খবর, এদিন এক বেসরকারি হাসপাতালেই ভেল্টিলেশনে ছিলেন কলকাতা পুলিশের এই শীর্ষ আধিকারিক।

প্রসঙ্গত উল্লেখ্য, সেন্ট্রাল ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে কর্মরত ছিলেন তিনি। একে বারে সামনের সারিতে থেকেই লড়ছিলেন করোনা যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন আজ।
প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি পাশে থাকার সর্বতোভাবে আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশ বিভাগ।

Advertisements

Leave a Reply