তৃণমূলের আরও এক বিধায়ক বুঝি বিজেপিতে যোগদানের অপেক্ষায়?

HnExpress জয় গুহ ঃ ফের কি ঘর ভাঙতে চলেছে তৃণমূলে কংগ্রেসের? জল্পনা ছড়াল কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রামারির দিল্লি যাওয়াকে কেন্দ্র করে। এদিন আলিপুরদুয়ার শহরে মিছিল ছিল অরূপ বিশ্বাসের। সেই মিছিলেই উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের তিন বিধায়ক। শুধু অনুপস্থিত ছিলেন কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারি।
পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের মিছিলে বিধায়ক না থাকায় জল্পনা ছড়ায় তাঁর BJP-তে যোগদান নিয়ে। খোঁজ নিয়ে জানা যায়, গতকালকেই বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কালচিনির এই বিধায়ক।
তার সঙ্গে ঘনিষ্ঠ কয়েকজন নেতাও গেছেন বলে সুত্রের খবর। তাঁর দিল্লি যাওয়ার খবরের সত্যতা স্বীকার করেছেন আলিপুরদুয়ার এর তৃণমূল জেলা সভাপতি মোহন শর্মা।
For further details or any queries Plz contact Us
প্রশ্নের উত্তরে তিনি বললেন, “এক দলীয় বিধায়কের দিল্লি যাওয়ার খবর পেয়েছি। তবে কী কারণে গেছে তা জানি না। বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে।” এই বিষয়ে কথা বলা হয় আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বারলার সঙ্গেও। তিনি বললেন, “শুনেছি এক বিধায়ক তাঁর চার সহযোগীদের নিয়ে দিল্লি গেছেন। তবে ওই বিধায়ক BJP-তে যোগদান করবেন কি না তা সময় বলবে।”
If U like publish any type of Advertisements, plz contact Us
এই বিষয়ে উইলসন চম্প্রামারির ঘনিষ্ঠরা বলছেন, “দাদার BJP-তে যোগদানের বিষয়ে এখনও কিছু জানি না।” এর আগে ২৮শে মে BJP-তে যোগ দেন শুভ্রাংশু রায়। তাঁর সঙ্গে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। এরপর তৃণমূল ছেড়ে BJP-তে যান লাভপুরের বিধায়ক মণিরুল ইসলাম। এবার কি সেই পথেই উইলসন, প্রশ্ন উঠছে আমজনতা থেকে রাজনৈতিক মহলেও?