February 15, 2025

বগটুই গণহত্যাকান্ডে বাড়লো আরও এক মৃতের সংখ্যা

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, বীরভূম ঃ বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের গণহত্যাকান্ডে মৃত্যু হল আরও ১ জনের, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০। রবিবার সকালে মৃত্যু হয় আতাহারা বিবি নামে এক মহিলার। এই হত্যাকাণ্ডের সাক্ষী মিহিলাল বলেন, “প্রথম দিন থেকেই তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। সেই সময় অবস্থার কিছুটা উন্নতি হয়। তাই বাড়ি নিয়ে চলে আসা হয়। কিন্তু এদিন ফের অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। তারপর শনিবার সকাল নাগাদ মৃত্যু হয় তাঁর।”

গত ২১শে মার্চ রামপুরহাটের বগটুইয়ে এক নির্মম গণহত্যার ঘটনা ঘটে। পরপর বাড়িতে তালা মেরে আগুন লাগিয়ে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১শে মার্চ বীরভূমের রামপুরহাটের ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখকে। সেই খুনের বদলা নিতেই বগটুই গ্রামের বেশকিছু বাড়িতে বাইরে থেকে তালা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরদিন সকালে সেখান থেকে আটজনের পোড়া দেহ উদ্ধার করা হয়।



কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার দিন কয়েক পরেই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। দীর্ঘ একমাস মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ সকালে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল আতাহারা বিবির। ফলে হত্যাকাণ্ডে এক নাবালিকা, এক পুরুষ এবং আট মহিলার মৃত্যু নিয়ে মোট ১০ জন মৃত এই ঘটনায়। এমন মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের জল গড়িয়েছে সিবিআই পর্যন্ত।



হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে তৎপর হয় সিবিআই আধিকারিকরা। বগটুই পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আর্থিক সাহায্য ও চাকরির কথা ঘোষণা করেছিলেন তিনি। বলেছিলেন, মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যে বাড়িগুলি পুড়ে গিয়েছে, সেগুলি আবার তৈরি করার জন্য ১ লাখ টাকা করে দেওয়া হবে।

যদি প্রয়োজন পড়ে, তাহলে ২ লাখ পর্যন্ত দেওয়া হবে। এছাড়াও যাঁদের দেহ আগুনে ৬০ শতাংশ পুড়ে গিয়েছে, তাঁদের ১ লাখ টাকা করে এবং যে শিশুরা জখম হয়েছে, তাদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন। এছাড়া চাকরির প্রতিশ্রুতিও দিয়ে বলেছিলেন, ক্ষতিগ্রস্তদের পরিবারপিছু একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে। নিজের মুখ্যমন্ত্রী কোটা থেকে ১০ জনকে চাকরি দেওয়ার অঙ্গীকার করেছিলেন তিনি।

Advertisements

Leave a Reply