February 10, 2025

অমৃতলোকে পাড়ি দিলেন অঞ্জন পুত্র সন্দীপ—

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ শারিরীক অসুস্থতার সাথে লড়াইয়ে আর জেতা হলো না। অবশেষে অমৃতলোকে পাড়ি দিলেন টলিউডের অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরী পুত্র সন্দীপ চৌধুরী। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্দীপ চৌধুরী। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। জানা গিয়েছে, তাঁর হার্টে স্টেন্ট বসানোর চেষ্টা চলছিল কিন্তু অনান্য শারীরিক জটিলতা দেখা যাওয়ায় তা শেষ পর্যন্ত সম্ভবপর হয়নি।

দিন কয়েক আগেই সিরিয়ালের সেটে অসুস্থবোধ করায় একবালপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিচালককে। ইন্ডাস্ট্রিতে ‘বাবু’ নামেই পরিচিত ছিলেন তিনি। বাবার পদচিহ্ন অনুসরণ করেই কাঁধে তুলে নিয়েছিলেন চলচিত্র পরিচালনার দায়িত্ব। একাধিক জনপ্রিয় মেগা সিরিয়াল ও সিনেমা পরিচালনা করেছেন। এদিন একমাত্র ভাইকে হারালেন অভিনেত্রী চুমকি ও রিনা চৌধুরী।



সম্প্রতি কালার্স বাংলার ‘ফেরারি মন’ ধারাবাহিকের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। যদিও তাঁর কেরিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ ‘এরাও শক্রু’ এবং ‘রাঙিয়ে দিয়ে যাও’। সন্দীপ চৌধুরীর মৃত্যুর খবর জানিয়ে অভিনেতা সোহম বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘সকাল ১১টা নাগাদ একবালপুর নার্সিংহোমে বাবু (সন্দীপ চৌধুরী) মারা গেছে। কয়েকদিন আগে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়েছিল। স্টেন্ট বসানোর চেষ্টা চলছিল, কিন্তু প্যারামিটার্স ফ্লাকচুয়েট করায় বসানো যায়নি।’ ‘ডিরেক্টর অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া’-র সভাপতিও ছিলেন প্রয়াত সন্দীপ চৌধুরী।

Advertisements

Leave a Reply