June 22, 2025

বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে তৈরি হলো অক্সিজেন প্লান্ট

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট ঃ দেশ জুড়ে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলাকালীন যেভাবে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল সেই দিকে তাকিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে একটি অক্সিজেন প্লান্ট তৈরি করা হলো। যেখান থেকে চাহিদা অনুযায়ী অক্সিজেন ব্যবহার করতে পারবেন রুগী। যার কারণে অক্সিজেনের অভাব আর থাকবে না।



ফলে অনেকটাই সুবিধা হবে রোগী সহ জেলার গোটা স্বাস্থ্য দপ্তরের। এরই পাশাপাশি কমবে অক্সিজেনের কালোবাজারির মতো ভয়ংকর ব্যবসাগুলো। আর ইতিমধ্যেই ট্রায়্যাল চলছে সেই অক্সিজেন প্লান্টের। জন সাধারণের সুবিদার্থে রোগীর চাহিদা অনুযায়ী দ্রুত শুরু হয়ে যাবে দক্ষিণ দিনাজপুরের বালুঘাট জেলা হাসপাতালের এই অক্সিজেন প্ল্যান্টটি।

https://www.facebook.com/HN-Express-জনগণের-সাথে-জনগণের-পাশে-104215761171088/

Advertisements

Leave a Reply