কৃষি পাম্প বিতরণের মধ্য দিয়ে রোটারি ক্লাবের এক অভিনব প্রয়াস, “প্রজেক্ট–অন্নদাতা”
HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতা ঃ বারো মাসে তেরো ঘূর্ণিঝড়, বর্ষাকালে অতিবৃষ্টি, মহামারী বা অসময়ে অঝোর বর্ষণে কোনো না কোনো এনজিও অথবা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার বিভিন্ন জেলার ক্ষতিগ্রস্ত পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের পাশে এসে দাঁড়ায়। আর সেরকমই একটি সংগঠন হলো রোটারি ক্লাব। যারা সারা বছর ধরেই কিছু না কিছু সমাজ সেবামূলক কাজ করেই চলেছে। এবারে কৃষি পাম্প বিতরণের মধ্য দিয়ে সেই রোটারি ক্লাবের এক অভিনব প্রয়াস, “প্রজেক্ট–অন্নদাতা”।
সুন্দরবন অঞ্চলের গ্রামীণ প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের কথা মাথায় রেখে রোটারি ক্লাব অফ বালিগঞ্জ, রোটারি ক্লাব অফ কলকাতা ডালহৌসি, রোটারি ক্লাব অফ কলকাতা মিলেনিয়াম, রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি, রোটারি ক্লাব অফ পুরুলিয়া, এই পাঁচটি ক্লাব ও কিছু স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মিলিত উদ্যোগ এবং স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় এই প্রকল্পটি বাস্তবায়িত হয়।
এই প্রকল্পের আওতাধীন সুবিধাভোগীরা হলেন কাকদ্বীপ, বারুইপুর, ক্যানিং এবং উলুবেড়িয়া মহকুমার অধীনস্থ যথাক্রমে পাথর প্রতিমা ব্লক, কুলতলি ব্লক, বাসন্তী ব্লক এবং আমতা ২ ব্লকের প্রায় ৩৫টি গ্রামের ১২৫ জন প্রান্তিক কৃষক। গত সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের প্রথম পর্যায়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার অধীনস্থ পাথর প্রতিমার দক্ষিণ গোপাল নগরের প্রায় ৫৫টি কৃষক ও তাঁদের পরিবারের হাতে কৃষি পাম্প তুলে দেওয়া হয় রোটারি ক্লাব সংগঠনের পক্ষ থেকে।
এরপর ৯ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কলকাতার রোটারি সদনে প্রাক্তন জেলাশাসক সহ জেলা আধিকারিক, আয়োজক ক্লাবগুলির সভাপতিদের উজ্জ্বল উপস্থিতিতে দ্বিতীয় পর্যায়ে প্রায় ৭০টি কৃষি পাম্প তুলে দেওয়া হয় প্রান্তিক চাষীভাই ও তাদের পরিবারের হাতে। এদিন তাঁরা এই অনুষ্ঠান মঞ্চ থেকে বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো “পিছিয়ে পড়া এই মানুষগুলির মুখে সদা হাসি ফোটানো এবং এই প্রান্তিক কৃষক অর্থাৎ অন্নদাতাদের জীবিকা নির্বাহ নিমিত্ত তাদের ক্ষমতায়ন করা।