ছেলেধরা সন্দেহ করে এক বহুরূপী ব্যাক্তিকে কুপিয়ে খুন করল উত্তেজিত জনতা

HnExpress অরুন কুমার, জলপাইগুড়ি ঃ সোমবার সকালে ছেলেধরা সন্দেহে ডুয়ার্সের নাগরাকাটার সুখানি বস্তিতে এক ভিখিরিকে মাথা থেতলে দিয়ে ও কুপিয়ে খুন করল উত্তেজিত জনতা। ৪৫ বছরের ঐ ব্যাক্তিকে পাথর দিয়ে মাথা থেতলে মারা হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি এলাকায় শিশু চুরি হচ্ছে বলে গুজব ছড়ায়।
আর এদিকে এই যুবক বহুরুপী সেজে ঘুরে বেড়াতো এবং ভিক্ষা করত যেখানে রাত হলে সেখানকার স্থানীয় স্কুলেই ঘুমিয়ে পড়ত বলে জানা গিয়েছে। এদিন সকালে ওই ব্যাক্তি সুখানি বস্তি এলাকায় ভিক্ষা করতে গেলে এলাকার মানুষ অপরিচিত এই বাসিন্দাকে ছেলে ধরা বলে সন্দেহ করে। এরপরই তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে রেললাইনের ধারে পাথর দিয়ে মাথা থেতলে মেরে ফেলে উত্তেজিত জনতা।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে জলাপাইগুড়ি জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।প্রসঙ্গত, ছেলেধরা বলে পুলিশ প্রশাসন থেকে এলাকায় মাইকিং করে সচেতন করা হলেও যে কেউই এ নিয়ে সচেতন হয়নি তা এদিনের এই খুনের ঘটনায় প্রমান হয়ে গেল। যদিও পুলিশ যারা খুন করেছে তাদের বিরুদ্ধে যথাযোগ্য আইনানুগ ব্যাবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।