কালীপুজোর উদ্বোধনে বাংলায় আসতে পারেন অমিত শাহ


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ দূর্গা পুজোয় আমন্ত্রণ পেয়েও আসেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমি শাহ্। ফলে মুখ পুড়েছে বঙ্গ-বিজেপির নেতৃত্বদের। কারন বঙ্গ নেতৃত্বের উপর নাকি ক্ষুব্ধ মোদী চাণক্য। বিজেপির অন্দরেই গুঞ্জন শোনা গিয়েছে, দূর্গা পুজোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুনির্দিষ্ট সফরসূচির প্রস্তাব সঠিক সময়ে শাহের দপ্তরে পাঠাতে পারেননি।

এর জেরেই নাকি বাঙালির মহাৎসবে আসেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে আসন্ন কালীপুজো এবং দীপাবলিতে বাংলার পুজোর উদ্বোধনে মোদী চাণক্যকে নিয়ে আসতে মরীয়া গেরুয়া শিবির। তবে কালীপুজোর সময় অমিত শাহের বাংলায় আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

কালীপুজোর পরে কলকাতায় যেতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তবে সেই সফর একেবারেই সাংগঠনিক কারণে। তাঁর আসার সাথে কালীপুজো কিংবা দীপাবলির কোনও সম্পর্ক নেই বলেই বিজেপির কেন্দ্রীয় পার্টি সূত্রে খবর। ফলে অমিত শাহ্ কোনো পুজো উদ্বোধন করবেন কিনা না এটা নিশ্চিত নয় এখনও।