February 10, 2025

দুর্গোৎসবের পাশাপাশি এবার ভলিবল উৎসবেও মেতে উঠবে বাংলা

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ বাংলার শ্রেষ্ঠ উৎসব হলো শারদ উৎসব। আর সেই দুর্গোৎসবের পাশাপাশি এবারে বাংলায় একাকার হয়ে উৎসবে পরিণত হলো থান্ডার বোল্ট ভলিবল প্রতিযোগিতা।

১৭ই সেপ্টেম্বর থেকে রাজ্যে ভলিবল খেলার প্রসারে জোর দিয়ে এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ক্যালকাটা বোটিং ক্লাবের অর্চিড এরিনায়।

আয়োজক সংস্থার অন্যতম কর্ণধার পবন পাতোদিয়া বলেন, ছয় দিনের এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৩শে সেপ্টেম্বর। পুজোর আনন্দের পাশে এই ভলিবল প্রতিযোগিতা অন্য রূপে বাংলাকে মাতিয়ে রাখবে বলেই বলে মনে করছেন ক্রিড়া জগতের একাংশ।

আয়োজক সংগঠনের অপর কর্ণধার সুমেধ পাতোদিয়া জানান, কলকাতার ৬৪টি দুর্গাপুজো কমিটির ৬৪০জন ভলিবল খেলোয়াড় অংশ নেবেন এই প্রতিযোগিতায়। ১৬টি গ্রুপে ভাগ করা হবে সেই দলগুলোকে।

এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জয়দীপ কর্মকার, দিবেন্দু বড়ুয়া, কুশল মুন্সী, সুশীল পোদ্দার, গোবিন্দ ভট্টাচার্য্য, প্রসেনজিৎ দত্ত এবং প্রাইম লিগের সিইও জয় ভট্টাচার্য্য প্রমুখ।

Advertisements

Leave a Reply