March 21, 2025

বজবজের একটি গণধর্ষণ ও ডাকাতির মামলার সাজা ঘোষণা করল আলিপুর ফাস্ট ট্র্যাক কোর্ট

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা : প্রায় ৮ বছর আগে ঘটে যাওয়া দক্ষিণ ২৪ পরগণা জেলার বজবজের একটি গণধর্ষণ (Gang Rape) ও ডাকাতির (Robbery) মামলার আজ সাজার রায় দান করল আলিপুর ফাস্ট ট্র্যাক আদালতের মহামান্য বিচারপতি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ শে জানুয়ারি বজবজে এক মহিলাকে গণধর্ষণ (Gang Rape) ও ডাকাতির (Robbery) মামলায় গ্রেপ্তার হয়েছিল শেখ রমজান, ইমাম শেখ, আব্দুল হামিদ মোল্লা, ধনু শেখ এবং ইব্রাহিম শেখ। এদের মধ্যে ইব্রাহিম শেখকে পাঁচ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছিল।

ট্রায়াল চলাকালীন একজন আসামির মৃত্যু হয়। বাকি তিনজনকে দোষী সাব্যস্ত করে আদালত (Court)। আজ তাদেরই সাজা ঘোষণা করা হয়। গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত হয় শেখ ধনু, শেখ রমজান এবং হামিদ।

> ৩৯৫ ধারায় তিনজন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। পাঁচ হাজার টাকা ফাইন অনাদায় আরও তিন মাস জেল।

> ৪১২ ধারায় তিনজন অভিযুক্তের ১০ বছরের জেল হেফাজত হয়েছে। ৫০০০ টাকা ফাইন অনাদায় আরও তিন মাসের জেল।

> ৩৭৬ ডি ধারায় ২০ বছরের জেল দু’জন অভিযুক্তের (শেখ ধনু, শেখ রমজানের), ১০০০০ টাকা ফাইন অনাদায়ে আরও ৬ মাসের জেল।

Advertisements

Leave a Reply