December 11, 2024

সদ্যোজাত শিশু বদলের অভিযোগে মালদহের দিশারী নার্সিংহোমের বিরুদ্ধে

0
Img 20220129 Wa0000
Advertisements


HnExpress মালদা, বিশ্বজিৎ মন্ডল ঃ এক সদ্যোজাত শিশু বদলের অভিযোগ উঠলো মালদহের দিশারী নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল গোটা জেলা থেকে ক্ষুব্ধ পরিজনদের। আজ শনিবার সদ‍্যোজাত এক শিশু বদলের অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের চাঁচলে। ক্ষুদ্ধ পরিজনেরা ওই নার্সিং হোমে তালাও ঝুলিয়ে দেন।

শনিবার দুপুরে মালদহের চাঁচল-আশাপুর রাজ‍্য সড়কের রায়পাড়ায় অবস্থিত দিশারী নার্সিং হোমের ঘটনার খবর পেয়ে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। একই সময়ে চাঁচলের মহকুমাশাসককেও দেখা গিয়েছে। দেখা গেছে, মহকুমা স্বাস্থ‍্য আধিকারিক জয়ন্ত বিশ্বাসকেও। প্রসূতির পরিবারের অভিযোগ, চিকিৎসকের নথিতে পুত্রসন্তান লেখা। কিন্তু তাদের কন্যাসন্তান দেওয়া হয়। তারপরেই শিশু বদলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, গত ২৬শে জানুয়ারি সন্তান প্রসবের জন‍্য হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা রাজেশ আগরওয়াল তার স্ত্রীকে চাঁচলের দিশারী নার্সিং হোমে ভর্তি করান। তারপর রেশমী দেবীর অস্ত্রপচার হয়। অস্ত্রপচারের সময় কর্তব‍্যরত চিকিৎসক শ্রীকান্ত মাঝি তাঁর পরিবারকে কিছু জানাননি। পরে পরিবারের লোকেরা জানতে পারেন, তাদের কন‍্যা সন্তান হয়েছে। কিন্তু প্রসব হওয়ার দুদিন বাদে অর্থাৎ শনিবার নার্সিং হোমের শংসাপত্র দেখেই পরিবারের চোখ কপালে ওঠে।

সেখানে লেখা রয়েছে রেশমী দেবী কন‍্যা সন্তান নয়, পুত্র সন্তান প্রসব করেছেন। নথিতে ডাক্তারের হাতে লেখা ‘বয় বেবি’ স্পষ্ট। নীচে ডাক্তার শ্রীকান্ত মাজির সইও রয়েছে। এমনটা কেন হল, চিকিৎসককে পরিবারের তরফে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আলোচনা করে পরে জানাবেন। চিকিৎসকের এমন আচরণ দেখে সন্দেহ জাগে ক্ষিপ্ত পরিবারের।

অন্যদিকে প্রসূতি রেশমি দেবীর স্বামী রাজেশ আগরওয়াল বলেন, প্রসব যন্ত্রণার পর স্ত্রীকে দিশারি নার্সিং হোমে নিয়ে আসি। চিকিৎসক এর পরামর্শে সিজার করা হয়। সিজারের পর চিকিৎসক কিছুই জানাননি। পরে নার্সিং হোমের স্টাফরা আমাদের কন‍্যা সন্তান হয়েছে বলে জানান। কিন্তু ছুটি নেওয়ার সময় শংসাপত্রে ‘বয় বেবি’ লেখা আছে দেখে আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ে।



বিষয়টি নিয়ে চিকিৎসকের কাছে জানতে চাইলে, তিনি বিষয়টি এড়িয়ে যান। উল্টে চিকিৎসক দুর্ব‍্যবহার করেন বলে অভিযোগ। আমরা চাই আমাদের প্রকৃত সন্তানকে হাতে তুলে দেওয়া হোক। এ বিষয়ে থানা ও মহকুমা স্বাস্থ‍্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছি

এই ঘটনা প্রসঙ্গে চিকিৎসক শ্রীকান্ত মাজি সংবাদমাধম‍্যেকে বলেন, কি সন্তান হয়েছে আমি ঠিক জানিনা। নার্সরাই সব জানেন। ওরাই বলতে পারবেন। শংসাপত্রে ‘বয় বেবি লেখা সই নাকি তাঁর নয়, এমনটাই দাবি করেছেন চিকিৎসক। দিশারী নার্সিং হোমের কর্তৃপক্ষ মামুনুর রশিদ জানান, শংসাপত্রটি নার্সরা লিখেছেন আর চিকিৎসক তাতে শুধমাত্র সই করেছেন। তবে ভুল কিছু একটা হয়েছে। বিষয়টা আমরা খতিয়ে দেখছি।

নার্সিং হোমে এমন ঘটনা চলাকালীন হঠাৎ ওই নার্সিং হোমেই এসে পৌঁছান চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায়। সাথে ছিলেন মহকুমা স্বাস্থ‍্য আধিকারিক জয়ন্ত বিশ্বাস।বিষয়টি নিয়ে মহকুমা স্বাস্থ‍্য আধিকারিককে ধরা হলে তিনি জানান, ‘নার্সিং হোম স্বাস্থ‍্য বিধি মেনে চলছে কিনা তা পরিদর্শনে আসি।মৌখিক আকারে শুনতে পাই এমন ঘটনা ঘটেছে।

তবে এখনও কেউ লিখিতভাবে অভিযোগ জানাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।’ তবে এই ঘটনাকে ঘিরে নার্সিং হোম চত্বরে তীব্র চাঞ্চল‍্য ছড়ায়। নার্সিং হোমের দরজা লাগিয়ে দিতেও দেখা যায়।ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ পৌঁছায়।

চাঁচল শহরের বুকে দিশারী নার্সিং হোমে শিশু বদলের অভিযোগকে ঘিরে নার্সিং হোমের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন মহকুমাবাসী। পাশাপাশি এমনও অভিযোগ উঠেছে, সুপার হাসপাতালের পাশেই দিশারী। হাসপাতালের চিকিৎসকদের একাংশ হাসপাতালের পরিষেবা বাদ দিয়ে সেই নার্সিংহোমেই বেশি সময় দেন। এছাড়াও, হাসপাতালে আসা প্রসূতিদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে ভর্তি করা হয়।

এই নার্সিংহোমটির বিরুদ্ধে একাধিকবার বেআইনি কাজের অভিযোগ উঠলেও তা ধামাচাপা দেওয়া হয়েছে, উঠছে এমন অভিযোগও। তবে এবার শিশু বদলের অভিযোগ প্রকাশ্যে আসায় নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। তাহলে কি মোটা টাকার বিনিময়ে সেখানে শিশু পাচারের চক্র সক্রিয়? উঠছে এমন প্রশ্নও! তবে এ নিয়ে পুলিশ প্রশাসন কেউই মুখ খুলতে চায়নি।

Advertisements

Leave a Reply