আবারও রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া বেহালা সরশুনা সরকার হার্ট লেনের রাখাল মুখার্জি রোডে
HnExpress ১৯শে অগাস্ট, জয় গুহ, বেহালা ঃ আবারও রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া এসে পরল বেহালা সরশুনা সরকার হার্ট লেনের রাখাল মুখার্জি রোডে। মৃত বাবার পচা গলা দেহ দুজ থেকে তিন দিন আগলে রাখে মানসিক ভারসাম্যহীন মেয়ে। আজকে পঁচা গন্ধ পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দিলে, সরসুনা থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে।
স্থানীয় সুত্রের খবর, বাবা মানসিক ভারসাম্যহীন মেয়ে নীলাঞ্জনা চ্যাটার্জীর সাথেই এক সঙ্গে থাকতেন। জানা গেছে যে, গত বছর ফেব্রুয়ারী মাসে দাদা দেবাশিস চ্যাটার্জী এবং মে মাসে মা ছায়া চ্যাটার্জী মারা যান। পুলিশ এর প্রাথমিক তদন্তে নেমে বৃদ্ধের আঁধার কার্ড দেখে অনুমান করছে, বাবা রবীন্দ্রনাথ চ্যাটার্জির ৯০ বছর বয়স হয়েছিল। ফলত বার্দ্ধক্যজনিত কারণেই মারা যায় গত দু-তিন দিন আগে। ময়নাতদন্তের জন্য মর্গে দেহ পাঠানো হয়েছে। আর মানসিক ভারসাম্যহীন মেয়েকে পরে নিয়ে যাওয়া হবে হসপিটালে। ঘটনাস্থলে সরশুনা থানার পুলিশ।