BigBreaking ফের অগ্নিকাণ্ড মহাকুম্ভে, আগুনে ঝলসে গেলো ৬ পুণ্যার্থী

HnExpress ওয়েবডেক্স নিউজ, উত্তর প্রদেশ ঃ ফের সোমবার মহাকুম্ভে অগ্নিকান্ড (Fire Accident)। এদিন মেলাতে হট এয়ার বেলুনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হলেন প্রায় ৬ জন। গুরুতর জখম অবস্থায় সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহতরা। তবে এই ঘটনায় এখনও পযর্ন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর, গত সোমবার মহাকুম্ভে মেলায় সবাই যখন নিজেদের মত আনন্দে ব্যস্ত ঠিক সে সময় ৬ জন পুণ্যার্থী হট এয়ার বেলুনে (Hot Air Ballon) চেপে মুহূর্ত উপভোগ করার জন্য আকাশে উড়ছিলেন। কিছুদূর উপরে উঠতেই হটাৎ দাউদাউ করে জ্বলে ওঠে বেলুনের বাস্কেট। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় গোটা বেলুনের বাস্কেটটাকে। আগুনের আঁচে গুরুতর আহত হয় ৬ জন পুণ্যার্থী।
তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, একটার পর একটা বিপত্তিকে ঘিরে মহাকুম্ভে (Mahakumbh) আতঙ্কিত হয়ে উঠেছে পুণ্যার্থীরা। মৌনী অমাবস্যাতে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছে একাধিক পুণ্যার্থী। তারই মধ্যে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। সমস্ত কিছু নিয়ে যোগী তথা বিজেপি সরকারের (BJP Government) ওপর সুর চড়িয়েছেন বিরোধীরা।