April 28, 2025

ফের লাইনচ্যুত বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস, মৃত ১ আহত ৭

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, ওড়িশা : ফের সেই ওড়িশায় লাইনচ্যুত এক্সপ্রেস ট্রেন। এদিন হঠাৎই বেলাইন হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেস (Bengaluru-Kamakhya Express)। দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের, আহত ৭ জন। ঘটনায় মৃত্যু হয়েছে একজন বাঙালি রেলযাত্রীর। মৃত উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বাসিন্দা শুভঙ্কর রায়।

রেল সূত্রের খবর, কটক ছাড়ার পরই লাইনচ্যুত হয় বেঙ্গালুরু-কামাখ্যা এক্সপ্রেসের ১টি বগি। চৌদ্বার এলাকার মাঙ্গুলির যাত্রীবাহী স্টপের কাছে এই ট্রেনটি লাইনচ্যুত (Train Accident) হয়েছে। বারবার কেন বেলাইনে যাচ্ছে ট্রেন? ফের বড়সড় প্রশ্নের মুখে রেল সুরক্ষা। সংবাদ সংস্থা আইএএনএসে (IANS) প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ঘটনার পরই ভারতীয় রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কী কারণে এই ঘটনা ঘটল তাও খতিয়ে দেখচ্ছেন তাঁরা।

ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে যে, গতকাল শনিবার সকাল ৮.৫৫ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরু স্টেশন থেকে ১২৫৫১ নং ট্রেনটি যাত্রা করে। ট্রেনটি শনিবার রাত ১০.২২ মিনিট নাগাদ বিজয়ওয়াড়া (Vijayawada) হয়ে আজ সকাল ১১.০২ মিনিটে ভুবনেশ্বরে এসে পৌঁছায়। ওয়েবসাইটের তথ্য অনুসারে, ট্রেনটি সকাল ১১.৪৩ মিনিটে কটক রেলওয়ে স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। কটক থেকে এগিয়ে যাওয়ার পর, ট্রেনটি কেন্দ্রাপাড়া রেলওয়ে স্টেশন পেরনোর আগেই লাইনচ্যুত হয় বলে রেল সূত্রের খবর।

Advertisements

Leave a Reply