এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্ব, গ্রুপ সি-তে ভারত
HnExpress রাজ ঘোষাল, কলকাতা ঃ ভারতীয় জাতীয় ফুটবল দল এএফসি এশিয়ান কাপ (AFC Asian Cup) ২০২৭-এর তৃতীয় রাউন্ড এর বাছাইপর্বে গ্রুপ সি-তে স্থান পেয়েছে। সোমবার, ৯ই ডিসেম্বর, মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে (AFC House) অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে এই গ্রুপ নির্ধারণ করা হয়।
বাছাইপর্বের কাঠামো :—
২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের ম্যাচ হবে হোম অ্যাওয়ে (Home Away) ভিত্তিতে রাউন্ড-রবিন ফরম্যাটে। আর বাছাইপর্ব শুরু হবে মার্চ ২০২৫ থেকে এবং শেষ হবে মার্চ ২০২৬-এ। প্রতিটি গ্রুপের কেবল চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে।
এশিয়ান কাপ ২০২৭ (Asian Cup 2027) অনুষ্ঠিত হবে সৌদি আরবে। গ্রুপ সি-তে ভারতের প্রতিপক্ষ। ফিফা পুরুষদের র্যাঙ্কিংয়ে বর্তমানে ১২৭তম স্থানে থাকা ভারতের প্রতিপক্ষরা হল :
হংকং (১৫৬তম)।
সিঙ্গাপুর (১৬১তম)।
বাংলাদেশ (১৮৫তম)।
ভারতের ম্যাচ সূচি হলো :
২৫ মার্চ, ২০২৫ : ভারত বনাম বাংলাদেশ (হোম)।
১০ জুন, ২০২৫ : হংকং বনাম ভারত (অ্যাওয়ে)।
৯ অক্টোবর, ২০২৫ : ভারত বনাম সিঙ্গাপুর (হোম)।
১৪ অক্টোবর, ২০২৫ : সিঙ্গাপুর বনাম ভারত (অ্যাওয়ে)।
১৮ নভেম্বর, ২০২৫ : বাংলাদেশ বনাম ভারত (অ্যাওয়ে)।
৩১ মার্চ, ২০২৬ : ভারত বনাম হংকং (হোম)।
সাম্প্রতিক পারফরম্যান্স : ভারত ইতোমধ্যেই গ্রুপ সি-র প্রতিপক্ষদের মুখোমুখি হয়েছে।
বাংলাদেশ : সাফ চ্যাম্পিয়নশিপ ২০২১।
হংকং : এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব, কলকাতা, জুন ২০২২।
সিঙ্গাপুর : হুং থিন ফ্রেন্ডলি টুর্নামেন্ট, ভিয়েতনাম, সেপ্টেম্বর ২০২২।
ভারতের প্রধান কোচ মানলো মার্কেজ (manLo Markage) এর অধীনে ভারত তাদের বাছাইপর্ব শুরু করবে ২৫ মার্চ, ২০২৫, বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে। ভারত এর আগে পাঁচবার এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে (১৯৬৪, ১৯৮৪, ২০১১, ২০১৯, ২০২৩)। এই বছরও কি ব্লু টাইগাররা তাদের শক্তি দেখাতে পারবে? মন্তব্যে আপনার মতামত জানান!