আইপ্যাক টিমের তত্ত্বাবধানে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এবারে শান্তিপুরে পথে অভিনেতা সোহম চক্রবর্তী
HnExpress ১৭ই ডিসেম্বর, আইভি কুমার, নদীয়া ঃ সামনেই বিধানসভা নির্বাচন, অবশেষে বাংলার সেলিব্রিটিদের মাঠে নামানো শুরু করে দিল রাজ্যের ক্ষমতাসীন দল। প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমের তত্ত্বাবধানে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এবারে শান্তিপুর এর পথে নামল রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা অভিনেতা সোহম চক্রবর্তী।
রাজনৈতিক কর্মসূচিতে অভিনেতা সোহম চক্রবর্তীর উপস্থিত শান্তিপুরে। মঙ্গলবার ও বুধবার শান্তিপুর শহরের একাধিক জায়গায় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল অভিনেতা সোহম চক্রবর্তীকে। তৃণমূল কংগ্রেস এর বঙ্গধব্বনি কর্মসূচিতে সোহম চক্রবর্তীর সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় নদিয়ার জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, জেলা পরিষদ প্রবীণ সদস্য নিমাই বিশ্বাস, শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দু মৈত্র সহ শান্তিপুর শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের এবং বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বদের।
এদিন কর্মীদের নিয়ে তিনি শান্তিপুরের একটি সরকারি স্কুলে সভা করেন। বিশেষ সূত্রে জানা যায়, বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যের অনুরোধে, প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমের তত্ত্বাবধানে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতেই রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা অভিনেতা সোহম চক্রবর্তীর এই শুভাগমন।
- Indian Foreign Secretary in Bangladesh : ঢাকাতেও সুর নরম করলেন না ভারতের বিদেশ সচিব! হিন্দুদের নিয়ে দিলেন স্পষ্ট বার্তাHnExpress ব্যুরো রিপোর্ট, ঢাকা : ঢাকায় গিয়ে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ভারতের…
- ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদেরHnExpress রাজ ঘোষাল, কলকাতা : সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এর পরে এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার…
- বাংলা গানের অপমানে মঞ্চ থেকে গর্জে উঠলেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীHnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : “বাংলায় থেকে বাংলা গান শুনব না! অন্য কোনও জায়গা হলে…
এদিন সম্ভাব্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “মুখ্যমন্ত্রীর আত্মজীবনী আমার কাছে এক চুড়ান্ত অনুপ্রেরণা! বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুবিধার কথা একবার স্মরণ করিয়ে দিলেই, আবারও তৃণমূল প্রায় বিরোধীশূন্য হিসেবেই পরিণত হবে বলে আমি মনে করি।”