ষাটোর্ধ বলি অভিনেতা আশিষ বিদ্যার্থীর দ্বিতীয় ইনিংস শুরু


HnExpress নিজস্ব প্রতিনিধি, মুম্বাই : বয়স যাইহোক না কেন, তাকে উপেক্ষা করে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী। শুরু আশিসের দ্বিতীয় ইনিংস। বৃহস্পতিবার ২৫শে মে জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার বিজয়ী আশিস। পাত্রী রূপালি বড়ুয়া অসমের মেয়ে, কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরতা। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতেই কোর্ট ম্যারেজ সারেন আশিস ও রূপালি।

এর আগে কলকাতার জামাই ছিলেন আশিস। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজোশি, তবে সেই বিয়ে টেকেনি। আগের পক্ষের এক ছেলেও আছে অভিনেতার। তবে সেসব ভুলে আবারও নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশিস। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি। রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশিস, বিয়ে করে চমকে দিলেন গোটা ইন্ডাস্ট্রিকে। এই বিয়ে যেন ‘টু স্টেট’-এর বাস্তব প্রতিচ্ছবি।