December 13, 2024

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, এলাকায় শোকের ছায়া

0
Image Editor Output Image2090919525 1641389919564.jpg
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর ঃ দক্ষিণ দিনাজপুর জেলার ডিটলহাট এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বুনিয়াদপুরের এক আরতদারের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মনসুর আলী। সে বুনিয়াদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এর বড়াইল এলাকার বাসিন্দা। আজ বুধবার সকালে বুনিয়াদপুর থেকে বাইক নিয়ে ব্যবসায়ীক কাজে গঙ্গারামপুরের দিকে যাচ্ছিলেন ওই যুবক। পথে বংশীহারী ব্লকের ডিটলহাট এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে একটি পিকআপ ভ্যান এসে ধাক্কা মারে তাকে।



ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দীর্ঘদিন ধরেই বুনিয়াদপুর কিষান মান্ডিতে (কৃষক বাজার) সবজির আরত ছিল তাঁর। এলাকায় যথেষ্ট সুপরিচিত ছিল ওই যুবক। যুবকের পরিবার সূত্রে জানা যায়, গত এক বছর আগেই বিয়ে হয়েছিল তাঁর। এদিন তাঁর এই আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার সহ গোটা এলাকাবাসী। বংশীহারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

Advertisements

Leave a Reply