April 26, 2025

পথ দূর্ঘটনায় মৃত্যু এক ভবঘুরে পথচারীর

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, আসানসোল ঃ বৃহস্পতিবার পথ দূর্ঘটনায় মৃত্যু হয় এক পথচারীর। আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা মোড়ের কাছে ২নং জাতীয় সড়ক দিয়ে পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। স্থানীয় সুত্রের খবর, বছর তিরিশের সেই মৃত ব্যাক্তির নাম শামসুদ্দিন আহমেদ। তিনি আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বুধা চক্রবর্তী লেনের বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার ঠিক দুপুর সাড়ে বারোটা নাগাদ শামসুদ্দিন আহমেদ আসানসোল এর ২নং জাতীয় সড়ক দিয়ে শীতলা মোড়ের বড় রাস্তা পারাপার করচ্ছিলেন। সেই সময় দু’নম্বর জাতীয় সড়ক দিয়ে আসা একটি দ্রুতগামী গাড়ি তাকে অকস্মাৎ ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় কিছুটা দূরে ছিটকে পড়েন শামসুদ্দিন। বেগতিক দেখে দ্রুত গাড়ি নিয়ে চম্পট দেয় চালক।

খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত শামসুদ্দিনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মারফত খবর পেয়ে বাড়ির লোকেজন এসে পৌঁছায় জেলা হাসপাতালে।



এই মর্মান্তিক ঘটনায় আপজনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন শামসুদ্দিনের পরিবারবর্গ। অন্যদিকে আসানসোল পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রাবনী মন্ডল ঘটনা পরিদর্শনে আসেন। তিনি বলেন, “আমার পাওয়া খবর অনুযায়ী মৃত ছেলেটির বাড়ি মৌজুড়ি এলাকায়। ছেলেটি ভবঘুরে ছিল।”

Advertisements

Leave a Reply