March 21, 2025

মনিপুরের আকাশে দেখা মিললো এক ইউএফও—এলিয়েন যান

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, মনিপুর ঃ মনিপুরের রাজধানী শহর ইম্ফলের আকাশে দেখা মিললো এক ভিনগ্রহের গোলাকার যান, যা খুঁজতে তৎপর‌‌ বায়ুসেনার বিমান। এ যেন সেই রাকেশ রোশন পরিচালিত “কই মিল গ্যায়া” সিনেমার ভিনগ্রহের এলিয়েন যাদুর কারসাজি। তবে এটা অবাস্তব ভাবলেও বাস্তবে রবিবার দুপুর আড়াইটে নাগাদ ইম্ফল বিমানবন্দরের উপর ওই গোলাকার চাকতিকে উড়তে দেখা গিয়েছিল।

যার ফলে কয়েকটি বাণিজ্যিক বিমানের উড়ান বাতিল করতে হয়। যদিও কিছুক্ষণ পর সেটি অদৃশ্যও হয়ে যায়। এরপরেই সেই অজ্ঞাতপরিচয়ের উড়ন্ত চাকতির খোঁজে বায়ুসেনার তরফে দু’টি রাফাল বিমান পাঠানো হয়। প্রথমে প্রাথমিক ভাবে ওই উড়ন্ত বস্তুটিকে ড্রোন বলেই মনে করা হয়েছিল।

কিন্তু ড্রোন সাধারণত অত উঁচুতে উড়তে সক্ষম নয়। এরপর থেকেই ইউএফও নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এই অজ্ঞাতপরিচয়ের ‘ইউএফও’ -এলিয়েনটিকে ‘ভিনগ্রহীদের যান’ বলেও মনে করেছেন কেউ কেউ। এবার সেই ‘যান’কে খুঁজে বার করতে তৎপর বায়ুসেনা।

তবে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়, প্রথম বিমানটি ফিরে আসার পর, ইউএফও—এলিয়েন খুঁজে বার করতে আরও একটি রাফাল যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সেই যানটিকে খুঁজে পাওয়া যায়নি আর। ইম্ফল বিমানবন্দরে থাকা ইউএফও-র ভিডিওতে সেই যানের চিত্র ধরা পড়েছে বলেও সূত্রের খবর। সেই সব ভিডিও খতিয়ে দেখে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Advertisements

Leave a Reply