March 21, 2025

কল্যাণীর মেলা প্রাঙ্গণে মর্মান্তিক দুর্ঘটনা, গ্যাস সিলিন্ডার ফেটে মৃত এক যুবতী, আহত একাধিক

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কল্যাণী : শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কল্যাণী মেলায় (Kalyani Fare)। গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হয় এক যুবতীর। আহত হন আরও একাধিক মানুষ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় মেলা প্রাঙ্গণে। পুলিশ সূত্রে পাওয়া খবর, মৃত যুবতীর নাম মুসকান মণ্ডল (২২)।

গ্যাস বেলুনের সিলিন্ডার (Gas Cylinder Blasting) ফেটে গুরুত্বর আহত হন তিনি। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত হয়েছেন গ্যাস বেলুন বিক্রেতা শরিফুল মণ্ডল (৩২) ও তাঁর ভাই রফিকুল মণ্ডল সহ আরও এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় শরিফুলকে।

আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী এইমসে চিকিৎসাধীন রফিকুল। বাকি আহত ব্যক্তিদের আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) স্থানান্তরিত করা হয়েছে। উল্লেখ্য যে, শনিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বেলুন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সেই সময় মূলত দোকানদারাই ছিলেন। রাত গভীর হওয়ায় সাধারণ মানুষ তেমন ছিল না। আচমকা বিকট শব্দ শুনে ছুটে যান সবাই। ঘটনার পরই মেলা বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

Advertisements

Leave a Reply