December 9, 2024

মত্ত অবস্থায় ফ্ল্যাটে ডেকে এনে এক মহিলাকে মারধোরের অভিযোগ টলিউড অভিনেতার বিরুদ্ধে

0
Img 20190728 234232.jpg
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ হঠাৎই এক মহিলাকে মারধোরের অভিযোগ উঠল টলিউডের অভিনেতা লোকেশ ঘোষের বিরুদ্ধে। কসবা থানায় এক মহিলা অভিযোগ করেন, এদিন অভিনেতা নিজের কসবার ফ্ল্যাটে মহিলাটিকে ডেকে এনে মত্ত অবস্থায় মারধোর করেন। তাঁকে নাকি হুমকিও দেন।

আক্রান্ত ওই মহিলা লোকেশের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর লোকেশের ওই ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। তবে লোকেশের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার বিরুদ্ধে মারধোর ও হুমকির মামলা রুজু করেছে তদন্তকারী আধিকারিকরা। তবে কেন বা কিসের জন্য হুমকি দিয়েছে লোকেশ, সেটাই কসবা থানার পুলিশ খতিয়ে দেখছে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে।

প্রসঙ্গত, লোকেশ প্রয়াত পরিচালক অঞ্জন চৌধুরীর জামাই। অভিনেত্রী চুমকি চৌধুরীর স্বামী। অঞ্জন চৌধুরীর মেজ বউ ছবিতে নজর কাড়েন লোকেশ। এরপর অনেকগুলি ছবিতে অভিনয় করেছিলেন সেসময়। এদিকে এই অভিযোগের পর থেকেই লোকেশ বাড়ি ছাড়া বলে সুত্র মারফত জানা গিয়েছে।

Advertisements

Leave a Reply