December 11, 2024

কসবায় অ্যাক্রোপলিস মলের চারতলায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ার কুন্ডলি

0
Inshot 20240614 133703196
Advertisements

 

Kasba Acropolis Mall Fire Incident: কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বিল্ডিং, ইতিমধ্যেই উপস্থিত একাধিক দমকলের ইঞ্জিন..

 

 

 

HnExpress নিজস্ব প্রতিনিধি, কসবা : ফের প্রায় ৪ দিনের মাথায় ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় (Kasba Acropolis Fire Break Out)। এবারে আগুন লেগেছে কসবার অ্যাক্রোপলিস মলে। কিছু দিন আগেই বিধ্বংসী অগ্নিকাণ্ডে বিধস্ত হয়েছে কলকাতার পার্কস্ট্রিটের পার্ক মোড়ের অফিস বিল্ডিং। এবারে ফের আগুনের বিধ্বংসী ছোবলের শিকার হলো কলকাতার অ্যাক্রোপলিস মল। এদিন সকালে মলের চারতলার ফুডকোর্টের ভিতর থেকে গলগল করে কালো ধোঁয়ার কুন্ডলি বের হতে দেখা যায়।

 

 

 

দমকল সুত্রের খবর, মলের চতুর্থ তলে আগুন ছড়িয়ে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বিল্ডিংটাই। ঘটনাস্থলে পৌঁছে গেছে দমকলের (Fire Brigade) ৩টি ইঞ্জিন। মুখে অক্সিজেন মাস্ক পরে ভিতরে ছুটছেন দমকল কর্মীরা। ভিতরে থাকা সবাইকে নিরাপদে বের করে নেওয়া হয়েছে বলে সুত্রের খবর। এখনও হতাহতের কোনো খবর নেই। আপাতত পুরো মল ঘিরে দেওয়া হয়েছে সুরক্ষা বলয় দিয়ে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি, চলছে তদন্ত। আরও বিস্তারিত আপডেট পেতে সাথে থাকুন আর নজর রাখুন আমাদের ডিজিটাল চ্যানেল ও পেজে।

 

Advertisements

Leave a Reply