February 10, 2025

Barrackpore Fire : ভয়াবহ অগ্নিকান্ড ব্যারাকপুরের এক রেস্তোরাঁয়

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা : ব্যারাকপুর স্টেশন রোডে দীর্ঘ দিনের পুরোনো সিনেমা হল অতীন্দ্র (Atindra Cinema Hall)। এখন সেটাই মাল্টিপ্লেক্স সিনেমা হল হিসেবে বেশ পরিচিত। আর আজ সেই সিনেমা হলের পাশের রেস্তোরাঁয় ঘটে গেলো ভয়াবহ অগ্নিকান্ড (Fire Accident)। সিনেমা হলের পাশে নাম করা বিরিয়ানির দোকান ও অনেক বিপণি রয়েছে। মঙ্গলবার আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় সেই দোকান।

সঙ্গে আগুনের লেলিহান শিখা। আর এখানেই ঠিক হাতখানেক দূরেই রয়েছে নামকরা বিরিয়ানির দোকান দাদা-বৌদি। আগুন লাগার খবর শুনেই আতঙ্কে রাস্তায় ছোটাছুটি শুরু করেন এলাকার মানুষ। ভিড় জমে যায় রাস্তার ধারে। খবর দেওয়া হয় দমকলে (Barrackpore Fire Brigade)। প্রায় তড়িঘড়ি হাজির হয় দমকলের একটি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন চলে আসে আগুন নিয়ন্ত্রনে আনতে।

ব্যারাকপুর স্টেশন সংলগ্ন ঘোষপাড়া রোডের উপর দীর্ঘ দিনের পুরোনো অতীন্দ্র মাল্টিপ্লেক্স (Atindra Multiplex) সিনেমা হল ঘেঁষে একাধিক দোকানে ঠাসা রয়েছে এই কমপ্লেক্স। রয়েছে একটি রেস্তোরাঁও। সূত্রের খবর, ওই রেস্তোরাঁ থেকেই প্রথমে আগুন লাগে। আর তা দাবানলের মতো মুহূর্তে ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলিতে। অগ্নিদগ্ধ সেই দোকানের ভিতরে কেউ আটকে রয়েছে কি না তা খতিয়ে দেখছে দমকল বাহিনী (Fire Brigade)। তবে এর আগে বহু বছরের মধ্যে এমন বিধ্বংসী অগ্নিকান্ড ঘটেছে কিনা মনে করতে পারছেন না এখানকার মানুষ।

আগুনের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে, ব্যারাকপুর (Barrackpore) প্ল্যাটফর্মে দাঁড়িয়েও তা স্পষ্ট দেখা যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীদের মতামত। এদিকে সিনেমা হলের পিছনেই রয়েছে দিশা চক্ষু চিকিৎসা কেন্দ্র। এখানে নিয়মিত প্রচুর রোগীর আসা যাওয়া লেগেই থাকে। আগুনের খবরে তাঁরাও রীতিমতো আতংকিত। তবে দমকল বাহিনীর অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তাঁরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে ব্যারাকপুর পুলিশ (Barrackpore Police)।

Advertisements

Leave a Reply