January 23, 2025

২৬-র নির্বাচনের আগে অভিষেকের হাত ধরে জন্ম হতে পারে নয়া দল, জোর জল্পনা রাজনৈতিক মহলে

0
Advertisements

HnExpress রাজ ঘোষাল, কলকাতা : ২০২৬ এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal State Assembly Election) আগেই কলকাতায় জন্ম হতে পারে এক নয়া রাজনৈতিক দলের। উত্তরসূরি বর্তমান সময়ের লড়াইটা আরো দীর্ঘ হলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ডিসেম্বরের শেষেই কলকাতায় নতুন দল করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। মমতার পরবর্তী উত্তরসূরি কে হবে ২০২৪ এর এপ্রিল মাস পর্যন্ত তা একপ্রকার নিশ্চিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নামই।

কিন্তু কালের নিয়মে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরসূরী ভবিষ্যৎ নিয়ে সর্বস্তরের তৃণমূলের দলীয় সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আগামী দিনে তৃণমূলের ব্যাটেল কার হাতে থাকবে। উত্তরসূরি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একতরফা নিজের সিদ্ধান্ত দলের উপর চাপিয়ে না দিয়ে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের দলীয় সিদ্ধান্তর উপরেই আস্থা রেখেছেন। আর একথা আঁচ করতে পেরেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন।

জন্ম হতে পারে এক নতুন রাজনৈতিক দলের তারুণ্যের প্রতিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। উত্তরসূরি বাছাইয়ের প্রশ্নে দলগত সিদ্ধান্তকে আরও গুরুত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সরাসরি অভিষেকের নাম এড়ালেন তৃণমূল নেত্রী। এপ্রিল থেকে ডিসেম্বর, ৮ মাসে কিছুটা বদলে গেল মমতার জবাব। এপ্রিলে উত্তরসূরি প্রসঙ্গে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন মমতা।

“দল ঠিক করবে” বলেও অভিষেকের রাজনৈতিক বোধের তারিফ করেন মমতা। অভিষেক “দলের ডেডিকেটেড সোলজার”, এপ্রিলে মমতার মুখে শোনা গিয়েছিল এ কথাও। ১৬ই এপ্রিলে একটি বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে মমতা বলেছিলেন, “ছোটবেলা থেকে ওকে তৈরি করেছি। ইয়ং জেনারেশনকেও তো দরকার। আমি তিনটে জেনারেশন তৈরি করে দিয়েছি। এটা আমার গর্ব। এই জেনারেশন যদি তৈরি করতে না পারি তাহলে আমার স্বপ্নের তৃণমূল কংগ্রেসকে (TMC) কে রক্ষা করবে? আমি তো চাই আমার জোড়াফুলটা থাকবে। মা-মাটি-মানুষ স্লোগানটা থাকবে।”

যদিও উত্তরসূরী প্রসঙ্গে এখন শুধুই “দলগত সিদ্ধান্তের” কথা বলছেন মমতা। উত্তরসূরি ঠিক করবে দলই। অভিষেকে ‘নীরব’ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরোটাই ছাড়লেন দলের উপর। তবে একবারও নাম নিলেন না অভিষেকের। সঙ্গে দেন ইঙ্গিতপূর্ণ বার্তাও। এও বললেন, “যদি মনে করি আমি একাই সব, সেটা ঔদ্ধত্যের পরিচয়। আমি নয়, আমরায় বিশ্বাস করি। দল একটি যৌথ পরিবার।”

অন্যদিকে অভিষেকপন্থী বলে পরিচিত সৌগতর (Saugata) মুখেও নেই অভিষেকের নাম। বললেন “এ কথা বরাবরই জানা ছিল দলে শেষ কথা মমতাই।” তবে উত্তরসূরী প্রসঙ্গও এড়িয়ে গেলেন সৌগত। মমতা বিতর্কিত বা নতুন কিছুই বলবেন না, সাফ মন্তব্য সৌগতর। প্রসঙ্গত, বিগত কয়েক সপ্তাহ ধরেই তৃণমূলের অন্দরে নবীন-প্রবীণ ‘দ্বন্দ্ব’ নিয়ে চাপানউতোর চলছে রাজনৈতিক আঙিনায়।

দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়ে, অভিষেকের হয়ে ব্যাট ধরে শোকজ নোটিস এসেছিল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের (Humayun Kabir) কাছে। এমতাবস্থায় ছাব্বিশের ভোটের মুখে মমতার এই মন্তব্য বিশেষভাবেই তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কলকাতাতে শীঘ্রই জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দলের প্রভাব ঠিক কতটা বিস্তার করবে তা আগামী সময়ই উত্তর দেবে। অপেক্ষা এখন সেই দিকেই।

Advertisements

Leave a Reply