মালদা-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কের পাশে একটি মোবাইলের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল চলন্ত গাড়ি
Advertisements
HnExpress ২৭শে জানুয়ারী, নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট ঃ গতকাল গভীর রাতে মালদা-বালুরঘাট ৫১২ নং জাতীয় সড়কের পাশে একটি মোবাইলের দোকানে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল চলন্ত গাড়ি। সেই সময় দোকানের মধ্যেই ঘুমিয়ে ছিলেন দোকানদার।
কিন্তু কপাল জোরে দোকান থেকে ঝাঁপ দিয়ে কোনরকমে প্রাণে বাঁচেন তিনি। যদিও ততক্ষণে নষ্ট হয়ে গেছে কয়েক লক্ষ টাকার দোকানের সমস্ত মোবাইল এবং অন্যান্য আরও বেশকিছু ইলেকট্রনিক সামগ্রী। ভঙ্গ অবস্থায় পরে রয়েছে টিনের দোকানের ধ্বংসাবশেষ।তবে ঘটনার পর এখনো অব্দি গাড়ির ড্রাইভার পলাতক, গাড়ি ফেলেই পালিয়েছে। যদিও এই বিষয়ে নিয়ে পুলিশ এর তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি।
Advertisements