December 11, 2024

হাবড়ায় আগামী ২১ শে জুলাই এর প্রস্তুতিপর্ব উপলক্ষে এক বৃহৎ পথসভার আয়োজন করা হয়

0
Fb Img 1563134193611.jpg
Advertisements

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, হাবড়া ঃ আগামী ২১ শে জুলাই এর সভাকে সফল করার উদ্দেশ্যে রাজ্যের জেলায় জেলায় চলছে মিছিল ও পথসভার ধুম। গতকাল বিকেলে এমনই এক প্রস্তুতি পর্ব তৈরিতে ও এর পাশাপাশি রাজ্যে স্থিত সাম্প্রদায়িক বিজেপি’র বিরুদ্ধে এক জোট হওয়ার লক্ষ্যে উত্তর ২৪ পরগনার অন্তর্গত হাবড়ার ১নং ব্লকের যুব সভাপতি নেহাল আলির নেতৃত্বে এবং হাবড়া ব্লক তৃনমূল সংখ্যালঘু সেলের সভাপতি এবং উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক রিঙ্কু ইসলামের যৌথ উদ্যোগে এক মহামিছিলের আয়োজন করা হয়।

২১শে জুলাই শহীদ সমাবেশের সমর্থনে আজ হাবড়া বিধানসভার পৃথিবা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মহামিছিলের শেষে পথসভা করা হয় বামীহাটি বাজারে। এদিন সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এক জোট হয়ে এই পথসভায় আমজনতার সাথে পায়ে পা মেলালেন হাবড়ার আপামর জনতার সুখ দুঃখের সাথী তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন এই পথ সভায় উপস্থিত ছিলেন, নিলিমেশ দাস (কার্যকরি সভাপতি, উঃ ২৪ পরগনা জেলা যুব তৃণমূল), ঝন্টু দাস (হাবড়া টাউন তৃনমূল, সভাপতি) জ্যোতি চক্রবর্তী (কর্মাধ্যক্ষ, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ)।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

এছাড়াও উপস্থিত ছিলেন রেহেনা খাতুন (কর্মাধ্যক্ষ, উত্তর ২৪ পরগনা জেলাপরিষদ), রিঙ্কু ইসলাম (সভাপতি হাবড়া ব্লক তৃনমূল সংখ্যালঘু সেল তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক) প্রমুখ। মুলত ২১ শে জুলাই শহীদদের স্মরণ করে সকল স্তরের কর্মীদের এক করার জন্য এবং রাজ্যে বিজেপির সাম্প্রদায়িক নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধেই এই পথ সভার আয়োজন করা হয়েছিল বলে জানান হাবড়া সংখ্যালঘু সেলের সভাপতি রিঙ্কু ইসলাম।

এদিনের এই পথসভা এলাকায় এক বিশেষ আলোড়ন সৃষ্টি করে। এদিন এলাকার বহু মানুষ এই পথসভায় এসে যোগ দেন। তবে এদিনের সমগ্র অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন নেহাল আলি, হাবড়া ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি।

Advertisements

Leave a Reply