পণের দাবিতে এক গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়া হলো
HnExpress অরূপ অধিকারী, হাবরা ঃ বিয়ের পর থেকেই প্রায় দীর্ঘদিন ধরে পণের জন্য মানসিক চাপ সৃষ্টি ও নিদারুণ শারীরিক অত্যচার করে অবশেষে শ্বশুরবাড়ির লোকজন বৃহস্পতিবার সকালে সেই গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মৃতা পূজার বাপের বাড়ির তরফে অভিযোগ যে, তাদের মেয়েকে তাঁর ভাসুর, জা, স্বামী সবাই মিলে মেরে ঝুলিয়ে দিয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাবরা থানার কুমড়া অঞ্চলের বাসিন্ধা গৃহবধূ পূজা বাউরি (২২)। এদিন সেই গৃহবধূ পূজাকে শ্বাসরোধ করে মেরে ফেলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেগঙ্গা ব্লকের কলসুর পঞ্চায়েতের কামদেব কাঠিতে। মৃত গৃহবধূর মা দেগঙ্গা থানায় মৃতের স্বামী, ভাসুর ও জায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সুত্রের খবর, এদিন বৃহস্পতিবার সকালে গৃহবধূটির ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে প্রতিবেশীরা। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে, সেখানে চিকিৎসকরা মৃতা বলে ঘোষণা করেন। গৃহবধূর স্বামী পুলক বাউলিকে আটক করেছে হাবড়া থানার পুলিশ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।