February 10, 2025

মৈপীঠের বাঘ ‘বন্দি’ করতে ময়দানে ৪৫ জনের দল, পাতা হয়েছে ফাঁদ

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন : মৈপিঠে দিনের পর দিন চলছে বাঘবন্দির খেলা। বাঘের (Tiger) আতঙ্কে তটস্থ কুলতলির মৈপীঠবাসী। গভীর জঙ্গলে ফিরেও বারবার লোকালয়ের আশেপাশে চলে আসছে দক্ষিণরায়। সোমবার রাতে মৈপীঠেরই (Moipith) গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের গোড়েরচকে ফের দেখা মেলে বাঘের পায়ের ছাপ। ছড়ায় আতঙ্ক। মঙ্গলবার সকালে বাঘবন্দি করতে ময়দানে নেমে পরেছে বাংলার বনদপ্তরের ৪৫ জনের একটি টিম। ঘেরা হয়েছে জঙ্গল। দক্ষিণরায়কে ধরার জন্য পাতা হয়েছে খাঁচাও। এখন শুধু অপেক্ষা জালে বাঘ পড়ার

প্রসঙ্গত উল্লেখ্য, জানুয়ারির প্রথম সপ্তাহেই প্রথমবার বাঘের পায়ের ছাপের দেখা মেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলির মৈপীঠ (Kultali Moipith) এলাকায়। তড়িঘড়ি বাঘবন্দি করতে ময়দানে নেমে পরে বনদপ্তরের কর্মীরা। কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। দিন দুয়েক পর নদীর পাড়ে আবারও মেলে বাঘের পায়ের ছাপ। এরপরই স্বস্তি পেয়েছিলেন মৈপীঠবাসীরা। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না।

রাত পেরতে না পেরতেই ফের লোকালয় সংলগ্ন ম্যানগ্রোভ (Mangrove) অঞ্চলে মেলে সেই বাঘের পায়ের ছাপ। সেবারও ফিরে গিয়েছিল হলুদ ডোরাকাটা আতঙ্ক। পরবর্তীতে গতকাল অর্থাৎ সোমবার রাতে ফের লোকালয়ের পাশের জঙ্গলে ফিরে আসে দক্ষিণরায়। স্থানীয়রা বাঘটির (Tiger) উপস্থিতি টের পেয়েছেন বলে দাবি করেন। তাঁরা জানান, গ্রামের একটি মৃত গরুকে জঙ্গলে ফেলা হয়েছিল। সেটি নাকি টেনে নিয়ে যায় বাঘ। রাতেই খবর দেওয়া হয় বনদপ্তরকে। তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার সিধান্ত নেন বনকর্মীরা।

এদিন মঙ্গলবার সকালে মৈপীঠের ওই এলাকায় পৌঁছেছেন বনদপ্তরের ৪৫ জন আধিকারিক। তাঁদের কাছে রয়েছে বিশেষ ক্যামেরাও। সকালেই জাল দিয়ে ঘেরা হয়েছে ওই অঞ্চলের জঙ্গল প্রান্ত। লোকালয় সংলগ্ন যে ম্যানগ্রোভে (Mangrove) ঘুরে বেড়াচ্ছে দক্ষিণরায়, সেখানে পাতা হয়েছে খাঁতা। সাথেই স্থানীয়দের সতর্ক থাকতে বলে চলছে মাইকিং। সব মিলিয়ে এখন বাঘ ‘বন্দি’ করতে মরিয়া বনদপ্তর। এদিকে প্রবল আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisements

Leave a Reply