December 11, 2024

রাজ্য সরকারের পক্ষ থেকে এক দারুন সুখবর কলকাতা বাসীদের জন্য

0
Img 20190730 Wa0007.jpg
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ এখন কলকাতাবাসী ও কলকাতায় ঘুরতে আসা পর্যটকদের জন্য দারুণ সুখবর দিলো রাজ্যের পরিবহণ নিগম। পুজোর আগেই নাকি কলকাতা শহরের দুটি রুটে এসি ট্রাম চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। বর্তমানে শহরে একটি মাত্র রুটেই এসি ট্রাম চলছে।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

তবে সুত্রের যা খবর তাতে জানা গেছে, এবারের পুজোতে ময়দান ছাড়াও গড়িয়াহাট চত্বরেও নাকি এসি ট্রাম চালানোর পরিকল্পনা নিয়েছে পরিবহণ নিগম। আর এই পরিকল্পনার মূল কর্ম কর্তারা জানিয়েছেন, ট্রাম দুটি তৈরি করতে প্রায় ২৫ লক্ষ টাকা খরচ হবে এবং এর ভাড়া শুরু হবে মাত্র ২০ টাকা থেকে। এখন শুধু অপেক্ষা সেই দিনটির।

Advertisements

Leave a Reply